বর্ণাঢ্য আয়োজনে সরিষাবাড়িতে আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণসহ নানা আয়োজনের মধ্যদিয়ে সরিষাবাড়ীতে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার (২৩ জুন) সকাল থেকে নানা কর্মসূচি পালন করছে সরিষাবাড়ী আওয়ামী লীগ।
সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন নেতা-কর্মীরা।
দুপুরে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা-সভায় তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেন, আওয়ামী লীগের জন্ম হয়েছিলো বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে। আর সে অধিকার আদায়ের নেতৃত্ব দিয়েছিলেন সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৫২’র ভাষা আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬’র ছয় দফা, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭০’র সাধারণ নির্বাচন, ৭১’র মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতা অর্জন এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে বঙ্গবন্ধু এবং তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথা আওয়ামী লীগের নেতৃত্বে চূড়ান্ত গৌরবোজ্জ্বল সফলতা অর্জিত হয়েছে।
সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এম এ করিম’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশীদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, সরিষাবাড়ী পৌরসভার মেয়র মো. রকুনুজ্জামান, পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম, মহাদান ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের মঞ্জুরুল ইসলামসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতনা। আওয়ামী লীগ না হলে এই দেশের উন্নয়ন সম্ভব ছিলনা। আওয়ামী লীগ দেশকে আর্থ-সামাজিকভাবে এগিয়ে নিচ্ছে।
তিনি বলেন, এই দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকের স্থান হবে না। কোন অশুভশক্তি এ দেশে আর কোন দিন মাথা চাড়া দিয়ে দাঁড়াতে পারবে না।
তিনি সকল অপশক্তিকে মোকাবিলার জন্য আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এর আগে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন এবং দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও দলীয় কার্যালয়ে ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর ৭০ পাউন্ডের কেক কাটা হয়।