বর্ণাঢ্য আয়োজনে সরিষাবাড়িতে আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণসহ নানা আয়োজনের মধ্যদিয়ে সরিষাবাড়ীতে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার (২৩ জুন) সকাল থেকে নানা কর্মসূচি পালন করছে সরিষাবাড়ী আওয়ামী লীগ।
সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন নেতা-কর্মীরা।
দুপুরে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা-সভায় তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেন, আওয়ামী লীগের জন্ম হয়েছিলো বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে। আর সে অধিকার আদায়ের নেতৃত্ব দিয়েছিলেন সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৫২’র ভাষা আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬’র ছয় দফা, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭০’র সাধারণ নির্বাচন, ৭১’র মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতা অর্জন এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে বঙ্গবন্ধু এবং তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথা আওয়ামী লীগের নেতৃত্বে চূড়ান্ত গৌরবোজ্জ্বল সফলতা অর্জিত হয়েছে।
সরষিাবাড়ী উপজলো আওয়ামী লীগরে সভাপতি ছানোয়ার হোসনে বাদশার সভাপতত্বিে ও যুগ্ম সাধারণ সম্পাদক এম এ করমি’র সঞ্চালনায় অন্যান্যরে মধ্যে উপজলো আওয়ামী লীগরে সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশীদ, উপজলো পরষিদ চয়োরম্যান গয়িাস উদ্দনি পাঠান, সরষিাবাড়ী পৌরসভার ময়ের মো. রকুনুজ্জামান, পৌর আওয়ামী লীগরে সভাপতি উপাধ্যক্ষ মজিানুর রহমান, উপজলো যুবলীগরে সভাপতি আশরাফুল ইসলাম, মহাদান ইউনয়িন চয়োরম্যান মজিানুর রহমান, উপজলো মুক্তযিোদ্ধা সন্তান কমান্ডরে মঞ্জুরুল ইসলামসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নতেৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখনে।
এসময় তথ্য প্রতমিন্ত্রী বলনে, বঙ্গবন্ধুর জন্ম না হলে জাতরিাষ্ট্র বাংলাদশেরে জন্ম হতনা। আওয়ামী লীগ না হলে এই দশেরে উন্নয়ন সম্ভব ছলিনা। আওয়ামী লীগ দশেকে র্আথ-সামাজকিভাবে এগয়িে নচ্ছি।
তিনি এসময় আরো বলনে, এই দশেে সন্ত্রাস, জঙ্গবিাদ, মাদকরে স্থান হবে না। কোন অশুভশক্তি এ দশেে আর কোন দনি মাথা চাড়া দয়িে দাঁড়াতে পারবে না।
তিনি সকল অপশক্তকিে মোকাবলিার জন্য আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনরে নতোর্কমীদরে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এর আগে আওয়ামী লীগরে ৭০তম প্রতষ্ঠিার্বাষকিী উপলক্ষে জাতরি পতিা বঙ্গবন্ধু শখে মুজবিুর রহমানরে প্রতকিৃততিে পুষ্পমাল্য র্অপনরে মধ্যদয়িে শ্রদ্ধা নবিদেন এবং দলীয় র্কাযালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও দলীয় র্কাযালয়ে ৭০তম প্রতষ্ঠিার্বাষকিীর ৭০ পাউন্ডরের কেক কাটা হয়।