ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


যাত্রীর রেখে যাওয়া স্বর্ণ-টাকা-মোবাইল উদ্বার করে ফেরত দিল পুলিশ!


প্রকাশিত:
২৯ জুন ২০১৯ ২১:৫৯

 

রাজধানী যাত্রাবাড়ী হতে এক মহিলা যাত্রীর ভুলবশত সিনজিতে রেখে যাওয়া নগদ অর্থ, সাত ভরি ওজনের স্বর্ণালংকারসহ তিনটি মোবাইল ফোন উদ্বার তুলে দেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক সোহেল রানা।


জানা যায়,রাজধানীর বনশ্রীর শিউলী নামে এক মহিলার ভুলবশত সিনজিতে রেখে যাওয়া নগদ অর্থ, সাত ভরি ওজনের স্বর্ণালংকার,তিনটি মোবাইল ফোন যাত্রাবাড়ী এলাকা হতে উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছেন বলে নিশ্চিত করেন এস, এই সোহেল রানা । এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশ উপ-পরিদর্শক,ফারজানা , রাজু ।


এসম্পর্কে পুলিশ পরিদর্শক সোহেল রানা সামাজিক যোগাযোগ ফেসবুক এক স্টাটাসে বলেন, রাজধানীর বনশ্রীর শিউলী নামে এক ভদ্র মহিলার ভুলবশত সিনজিতে রেখে যাওয়া নগদ অর্থ, সাত ভরি ওজনের স্বর্ণালংকার,তিনটি মোবাইল ফোন যাত্রাবাড়ী এলাকা হতে উদ্ধার পূর্বক যাত্রাবাড়ী থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মাজাহার স্যার ও ইন্সপেক্টর অপারেশন দীপ স্যারের নির্দেশনায় প্রকৃত মালিকের নিকট হস্তান্তর।ধন্যবাদ ব্যাচমেইট ফারজানা,ছোট ভাই রাজু এমন একটি কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য।