ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


উন্নয়ন সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ: তথ্য প্রতিমন্ত্রী


৩০ জুন ২০১৯ ১১:৫৫

আপডেট:
৬ মে ২০২৫ ১৫:১৭

তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মো. মুরাদ হাসান এমপি বলেছেন, সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের ফলে দেশের আর্থ-সামাজিক অবস্থারও উন্নতি হয়েছে।

তথ্য প্রতিমন্ত্রী বলেন,বিশ্বে সর্বজনীন উন্নয়ন সূচকে বাংলাদেশ আরও দুই ধাপ এগিয়ে ৩৪তম অবস্থানে উঠে এসেছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বিশ্বের দেশে দেশে ২০১৭ সালে যে উন্নয়ন সাধিত হয়েছে তার রিপোর্টে এই চিত্র দেখিয়েছে। ২০১৬ সালে এই ফোরামের সর্বজনীন উন্নয়ন সূচক (আইডিআই) রিপোর্টে বাংলাদেশের স্থান ছিল ৩৬তম।

এই সূচকে প্রতিবেশি দেশ ভারতকে ২৮ ধাপ পেছনে ফেলে বাংলাদেশ। এছাড়া পাকিস্তানের চেয়ে ১৩ ধাপ ও শ্রীলঙ্কার চেয়েও ৬ ধাপ এগিয়ে রয়েছে।  রিপোর্টে ভারত পাকিস্তান ও শ্রীলঙ্কার অবস্থান যথাক্রমে ৬২, ৪৭ ও ৪০ তম।


জামারপুরে গতকাল (শুক্রবার) সরিষাবাড়ী উপজেলা পরিষদের নবনির্মিত কমপ্লেক্স ভবন উদ্বোধন উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী আরো বলেন, চলমান উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দেশের আর্থ-সামাজিক অবস্থার অভূতপূর্ব পরিবর্তন ঘটবে। উন্নয়নশীল দেশে থেকে উন্নত সমৃদ্ধশালী দেশ হিসাবে প্রতিষ্ঠিত হবে।
তিনি বলেন, সারা দেশে উন্নয়ন হলেও আমার নির্বাচনী এলাকায় উল্লেখযোগ্য কোন উন্নয়ন হয়নি। বিগত পাঁচ বছর এই জনপদের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত ছিল।
প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, বর্তমান সরকারের মেয়াদ কালের মধ্যে সরিষাবাড়ী উপজেলাকে একটি আধুনিক সমৃদ্ধশালী একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তোলা হবে।
এ সময় তিনি উপজেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি এবং সকল কর্মকর্তাদেরকে সততা ও নিষ্ঠার সঙ্গে তাদের উপর সরকারের অর্পিত দায়িত্ব পালনে আহ্বান জানান।
এ সময় সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, পৌরসভা মেয়র মো. রুকনুজ্জামানসহ উপজেলা পরিষদের কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে ৩ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে সরিষাবাড়ী উপজেলা পরিষদের কমপ্লেক্স ভবন নির্মাণ করা হয়েছে।