আসাদের উদ্যোগে জবি ছাত্রলীগের মানবতার দেয়াল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদের উদ্যোগে মানবতার দেয়াল স্থাপন করা হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশ পথের সামনে এই দেয়াল স্থাপন করা হয়। দেয়ালের এক পাশে লেখা হয়েছে ‘আপনার অপ্রয়োজনীয় জিনিসটি এখানে রেখে যান’। আরেক পাশে লেখা রয়েছে ‘আপনার প্রয়োজনীয় জিনিসটি নিয়ে যান’।
বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগ নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা এখানে কাপড় দিতে পারবেন এবং যার যেটি দরকার নিয়ে যেতে পারবেন। এটা সবার জন্য ফ্রি এবং উন্মুক্ত থাকবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ভাইয়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে এই দেয়াল স্থাপন করেছি। রাব্বানী ভাই গরিব অসহায় ও দুঃখী মানুষদের সবসময় সাহায্য করে যাচ্ছে। জবি অনেক শিক্ষার্থী আছেন যারা তাদের ব্যবহার্য পুরনো কাপড় ফেলে দেন। আমি তাদের বলব আপনারা পুরাতন কাপড়গুলো ফেলে না দিয়ে এখানে রেখে যাবেন। আশপাশের অনেক পথশিশু ও দরিদ্র মানুষ প্রয়োজনীয় কাপড়গুলো এখান থেকে তারা নিয়ে যাবে।