ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


ধর্ষণের বিরুদ্ধে জবি ছাত্রলীগের মানববন্ধন


১১ জুলাই ২০১৯ ১০:৫১

আপডেট:
৬ মে ২০২৫ ১৫:২৬

সাম্প্রতিক সময়ে সারাদেশে সংঘটিত ধর্ষণ, যৌন নিপীড়নের বিরুদ্ধে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় শহীদ মিনার সামনে শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোস্তফা কামালসহ সাধারণ শিক্ষক শিক্ষার্থী।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোস্তফা কামাল বলেন, ধর্ষণকারীদের সামাজিকভাবে প্রত্যাখ্যান করতে হবে। ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের গড়ে তুলতে হবে।’
মানববন্ধনে সাবেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলেন, ‘বর্তমান সরকারের উন্নয়নের পথে ধর্ষণের মত জঘন্য অপরাধ বড় বাধা। দ্রুত সকল ধর্ষণকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘শেখ হাসিনার বাংলায় ধর্ষকের ঠাই নাই। অনতিবিলম্বে ধর্ষকদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেয়া হোক।