ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


জম্মদিনে গাছ লাগানোর অনুরোধ করলেন রাব্বানী!


প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০১৯ ১২:০০

বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর জিএস গোলাম রাব্বানীর আগামী বুধবার (১১ সেপ্টেম্বর) জম্মদিন। জম্মদিনে দেশব্যাপী ছাত্রলীগের নেতাকর্মীদের ক্লিষ্ট মুখে হাসি ফোটানো, এতিমদের খাওয়ানো, গাছ লাগানো ও অসহায়দের পাশে দাঁড়ানোসহ বেশ কিছু অনুরোধ করেছেন তিনি।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এমন একটি স্ট্যাটাস দেন রাব্বানী। যাতে বেশ কিছু হতাশার কথাও ফুটিয়ে তোলেন তিনি।

আমাদের দিন পাঠকদের জন্য জন্য তার দেওয়া স্ট্যাটাসটি তুলে ধরা হলো

‘সময় পরিবর্তন হয়, চারিত্রিক বৈশিষ্ট্য নয়। গতবছর আমার জন্মদিন উপলক্ষে করা উদাত্ত আহ্বানটি তাই এবার, এমনকি ভবিষ্যতের জন্যও প্রযোজ্য। নেতাকর্মী-সমর্থক-শুভাকাঙ্ক্ষী সবার প্রতি সবিনয় অনুরোধ, আমার জন্মদিন উপলক্ষে কোন ইউনিট বা ব্যক্তিগত উদ্যোগে কেউ কেক কেটে, আতসবাজি ফুটিয়ে, বেলুন-ফুল সাজিয়ে, আমাকে উপহার দিয়ে অহেতুক অর্থ অপচয় করবেন নাহ। যদি সত্যি ছাত্রলীগকে ভালোবাসেন, ছাত্রলীগের কর্মী হিসেবে আমাকে ভালোবাসেন তাহলে সাধ্যানুযায়ী ভালো কাজ করুন।’

 

তিনি আরও লিখেছেন, ‘কোনো ক্লিষ্ট মুখে হাসি ফোটান, এতিমকে খাওয়ান, একটি গাছ লাগান, অসহায়ের পাশে দাঁড়ান, একদিন ট্রাফিক পুলিশকে যানজট নিরসনে সাহায্য করুন, পরিচ্ছন্নতা অভিযান চালান। এভাবে আপনার সক্ষমতা ও সাধ্যমতো যেকোনো ভালো কাজ করুন, আর সেই কাজগুলো করুন ছাত্রলীগের প্ল্যাটফর্ম থেকে, ছাত্রলীগের পক্ষ থেকে। প্রাণের সংগঠনের পজেটিভ ব্র্যান্ডিং করুন। এগুলোই হবে আমার জন্মদিনের শ্রেষ্ঠ উপহার।’

রাব্বানী লিখেছেন, ‘আলোচক-সমালোচক, বন্ধু-নিন্দুক, গুণগ্রাহী- ঈর্ষান্বিত পরশ্রীকাতর, ষড়যন্ত্রকারী সবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা।’