ঢাকা শুক্রবার, ১৬ই মে ২০২৫, ২রা জ্যৈষ্ঠ ১৪৩২


রাব্বানীর জন্মদিনে ছাত্রলীগ নেতার বৃক্ষ রোপন ও খাবার বিতরণ!


১২ সেপ্টেম্বর ২০১৯ ১০:২০

আপডেট:
১৬ মে ২০২৫ ০১:৫৭

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর জন্মদিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রলীগ নেতা শেখ মেহেদী হাসান বৃক্ষ রোপন করেছেন।
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বৃক্ষ রোপন করেন।এছাড়াও এসময় আশে পাশে বিভিন্ন গরীব অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়।


এ বিষয়ে ছাত্রলীগ নেতা শেখ মেহেদী হাসান বলেন, ‘রাব্বানী ভাইয়ের দীর্ঘায়ু কামনা ও তার মায়ের আত্মার মাগফেরাত কামনায় ক্যাম্পাসে বৃক্ষ রোপন এবং খাবার বিতরণ করেছি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্ত করতে রাব্বানী ভাইয়ের আগামীর পথচলা সুন্দর হোক সেই কামনা করি।’

এ দিকে, ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ও তার মায়ের একই দিনে জন্মদিন বলে জানান মেহেদী।