শোভনের সামনেই নেতাকর্মীরা 'জয় ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম'

বাংলাদেশ ছাত্রলীগের সদ্য সাবেক হওয়া সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বিদায় বেলায় নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন 'ভালো থেকো'।
নতুন ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়সহ তিনি শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় আসেন।
এ সময় শোভন সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যান।
শনিবার রাত একটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসির) ডাচে এ ঘটনা ঘটে।
রাতে ঢাকা মেডিকেলের দিক থেকে আলাদা মোটরসাইকেলে করে আসেন রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং আল নাহিয়ান খান জয়।
এ সময় টিএসসির ডাচে নেতাকর্মীদের ভিড় দেখে শোভন এবং জয় সেখানে থামেন।
তখন শোভনের সামনেই নেতাকর্মীরা 'জয় ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম' বলে স্লোগান দিতে থাকে। একপর্যায়ে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে শোভন বলেন, শোনো, কেউ অতিরঞ্জিত হয় এমন কিছু করবা না।যেটা আমাদেরকে কষ্ট দেয়, শেখ হাসিনাকে কষ্ট দেয়। ঠিক আছে, সবাই ভালো থাকবে।
তবে নতুন ভারপ্রাপ্ত সভাপতি জয় কোনো বক্তব্য দেননি।
বিতর্কিত নানা কর্মকাণ্ডের অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক
গোলাম রাব্বানীকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের পরিবর্তে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি আল নাহিয়ান খান জয় এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হয়েছেন জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এই সিদ্ধান্ত হয়।