ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


শোভন-রাব্বানী হচ্ছে ছাত্রলীগের যীশু!


১৯ সেপ্টেম্বর ২০১৯ ১০:৪২

আপডেট:
৬ মে ২০২৫ ২০:৪২

শোভন-রাব্বানী হচ্ছে ছাত্রলীগের যীশু বলে মন্তব্য কবেছেন সাবেক ছা্ত্রলীগ নেতা ফিরোজ আহমেদ। তিনি সামাজিক যোগাযোগ ফেসবুক এক পোস্টে এমন্তব্য করেন। তিনি বলেন,শোভন-রাব্বানী হচ্ছে ছাত্রলীগের যীশু।
সাবেক নেতাদের দুর্নীতিবাজ আখ্যা দিয়ে তিনি আরো বলেন, পূর্বেকার সকল পাপ নিজেদের কাঁধে নিয়ে ক্রুশবিদ্ধ হয়ে সকল পাপীষ্ঠদের পাপ মোচন করে দিয়ে গেছে ।

সে জন্যই একই পাপের ভাগীদার হয়েও পূর্বেকার পাপীষ্ঠরা আজ ভ্যাটিকেনের পোপ হয়ে বাইবেলের মহান বাণী বীরদর্পে প্রচার করতে পারছে । আর তাদের ভক্তরা ক্যাথলিক সাজতে পেরেছে।

উল্লেখ্য, গত শনিবার ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ থেকে যথাক্রমে রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানীকে বাদ দিয়ে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে আল নাহিয়ান খান জয় এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে লেখক ভট্টাচার্যকে দায়িত্ব দেয়া হয়।