ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


চাঁদা দিতে অস্বীকৃতি জানালে টর্চার সেলে নির্মম নির্যাতন চালাতো খালেদ!


১৯ সেপ্টেম্বর ২০১৯ ১১:৪১

আপডেট:
৬ মে ২০২৫ ২০:৫৪

রাজধানীর কমলাপুর রেলস্টেশনের উল্টো দিকে ইস্টার্ন কমলাপুর টাওয়ারে যুবলীগ নেতা খালেদের টর্চার সেলের সন্ধান পেয়েছে র‌্যাব-৩ এর একটি দল।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এই টর্চার সেলের সন্ধান মেলে।

র‌্যাব জানায়, টর্চার সেলে নির্যাতনের অনেক ধরনের যন্ত্রপাতি রয়েছে। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে টর্চার সেলে নিয়ে নির্মম নির্যাতন চালানো হতো। উচ্চ মাত্রায় সুদসহ পাওয়া টাকা আদায় সব ধরনের কাজে ব্যবহার করা হতো এই টর্চার সেল।

এ বিষয়ে র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল শফিউল্লাহ বুলবুল বলেন, ‘খালেদের টর্চার সেলে অভিযান চলমান রয়েছে। এখানে যা দেখছি লোম শিউরে ওঠার মতো অবস্থা।’

এর আগে রাতে গুলশান-২, ৫৯ নম্বর রোডের ৪ নম্বর বাসা থেকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক এই খালেদ মাহমুদ ভূঁইয়াকে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করেছে র‍্যাব।

টানা প্রায় ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার দেখায় র‌্যাব। বিকেল ৪টা থেকেই তার বাড়িটি ঘিরে রাখে র‍্যাব সদস্যরা।