শেখ হাসিনার জন্মদিনে পাচঁ হাজার বৃক্ষরোপ করল মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ!

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ করেছে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম।
মানিকগঞ্জ জেলার প্রতিটি উপজেলায় পাঁচ হাজার বৃক্ষরোপণ করা হয়।
বিচারপতি নুরুল ইসলাম মহাবিদ্যালয় ও দক্ষিণ চাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ এর মধ্য দিয়ে়ে এ কর্মসূচি শুরু হয়।
২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন।
মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা রজিদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেয়ার জন্য প্রাণান্তকর চেষ্টা করছেন। আমরা সেই চেষ্টার অংশ হিসেবে আমাদের জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েচি। সবুজে সবুজে আমাদের জেলা ভরে ওঠেবে। ফলে একটি সুন্দর আবহাওয়া তৈরি হবে , সুস্থ থাকবে আমাদের পরিবেশ।