সাংবাদিক সানীর বাবার মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির গভীর শোক

দৈনিক আমাদের সময়ের স্টাফ রিপোর্টার সানাউল হক সানীর বাবা আব্দুল কাদের সরদার গতকাল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
তিনি স্ত্রী, পাঁচ ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ সকাল সাড়ে ৮টায় মাদারীপুরের কালকিনি উপজেলার কানাই সরদার চর (সমিতির হাট) গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে ডিআরইউ সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক কবির আহমেদ খান গভীর শোক প্রকাশ করেছেন।
নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।