রূপগঞ্জে বর্ণিল আয়োজনে শেখ হাসিনার জন্মদিন পালিত

"সোনার বাংলার স্বপ্নকথা” শুভ জন্মদিন" স্লোগান নিয়ে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৬৯তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন আয়োজন করেছে রূপগঞ্জ উপজেলা অফিসার মমতাজ বেগম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটা, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল, প্রার্থনাসভা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রী বীরপ্রতীক গোলাম দস্তগীর গাজীসহ অন্যান্য নেতাকর্মীরা। জসিম উদ্দিন, জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ, মোঃ শাহজাহান ভূইঁয়া, চেয়ারম্যান, রূপগঞ্জ উপজেলা পরিষদ, তরিকুল ইসলাম, সহকারী কমিশনার(ভূমি), উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয়, উপজেলা পরিষদের সকল কর্মকর্তা ও কর্মচারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ অত্র উপজেলার সর্বস্তরের জনগণ!
এছাড়া, প্রায় দুই কিলোমিটির জুড়ে সরকারের উন্নয়নের চিত্র নিয়ে দেয়াল সজ্জিতকরণ করা হয়।
রূপগঞ্জ উপজেলা অফিসার মমতাজ বেগম বলেন, ‘জননেত্রী থেকে এখন বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। তাঁর নেতৃত্বে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হওয়ার পথে দৃপ্ত প্রত্যয়ে এগিয়ে চলছে বাংলাদেশ। এজন্য দরকার সবার সহযোগিতা।