ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


ঢাবি ছাত্রলীগ নেতার নানা কেলেংকারী!


২ অক্টোবর ২০১৯ ০৮:০৪

আপডেট:
২ অক্টোবর ২০১৯ ০৮:১৩

 

এস এম রাকিব সিরাজী, সাহিত্য সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। একাধারে তিনি ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির ও সভাপতি।

এক সময় তামিরুল মিল্লাত মাদ্রাসায় শিবিরের রাজনীতি এবং পরিবারের অধিকাংশ সদস্য জামাত-বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকলেও বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের গুরুত্বপূর্ণ সম্পাদক।ঢাবি ছাত্রলীগ নেতার নানা কেলেংকারী!

ক্ষমতা দেখিয়ে মেয়াদ শেষ হওয়ার পরেও জোর করে ডিবেটিং সোসাইটির ক্ষমতা দখল করে রেখেছেন। ডিইউডিএস এর নাম ভাঙ্গিয়ে লাখ লাখ টাকা আত্তসাতের অভিযোগ তার বিরুদ্ধে।

বারবার হিসেব চাওয়ার পরও কোন হিসেব না দিয়ে সংগঠনের কর্মীদের বিরুদ্ধে দূর্ব্যবহার এর অভিযোগ তার বিরুদ্ধে। ইতিমধ্যে সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে উপাচার্য বরাবর স্মারকলিপিও দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক বিতার্কিকবৃন্দ।

এদিকে এই খবর সংগ্রহ করতে গিয়ে আরো চাঞ্চল্যকর কিছু তথ্য বের হয়ে আসে। সংগঠনের নারী বিতার্কিকদের তিনি যৌন হয়রানী করেন বলে অভিযোগ আছে।

সামাজিক ভাবে হেয় হওয়ার ভয়ে অধিকাংশ বিতার্কিকই নিরবে সংগঠন ছেড়ে চলে যান। সাম্প্রতিক সময়ে ঢাকার বাইরে এক প্রতিযোগীতায় বিশ্ববিদ্যালয়ের এক নারী বিতার্কিক রাকিব সিরাজীর দ্বারা যৌন হেনস্থার শিকার হন।

তিনি তার সহপাঠীদের জানালেও রাকিবের ভয়ে বিষয়টি যাতে বাইরে প্রকাশ না করার অনুরোধ করেন। এছাড়াও বিতার্কিকদের বিভিন্ন! ব্যপারে হুমকি-ধামকি দেওয়া তার নিয়মিত ব্যাপার।

এসব ব্যপারে রাকিব সিরাজীর বক্তব্য নেওয়ার চেষ্টা করলেও তার ফোন বন্ধ পাওয়া যায়৷