নেত্রকোনায় হজ এজেন্সির বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নেত্রকোনা জেলাসহ কলমাকান্দায় অবৈধভাবে শাখা খুলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে মুসলিম হজ ট্যুরস এন্ড ট্রাভেলস লিমিটেড।
এ অভিযোগে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এইচএম আবদুল কাদেরের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে।
রোববার বিকালে ১ কোটি ১৭ লাখ টাকা আত্মসাতের লিখিত অভিযোগ করেছেন নেত্রকোনা সদর উপজেলার তাতিয়র খয়েরপাড়া গ্রামের মো. মাফিজ উদ্দিনের ছেলে মো. মাইন উদ্দিন।
লিখিত অভিযোগে জানা গেছে, মুসলিম হজ ট্যুরস এন্ড ট্রাভেরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এইচএম কাদের অবৈধভাবে জেলার বিভিন্ন স্থানে শাখা খুলে লিফলেট, ক্যালেন্ডার, হ্যান্ডবিল বিতরণ করে। সহজ-সরল সাধারণ মানুষের খোঁজ-খবর নিয়ে ঘরে ঘরে গিয়ে টাকা সংগ্রহ করে পবিত্র হজ পালনের আশ্বাস দিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন।
এইচএম কাদের একাধিক মামলার আসামি। বিভিন্ন মামলায় জেলহাজত খেটেছেন তিনি।
অন্যদিকে ধর্ম মন্ত্রণালয়ের একটি অভিযোগের প্রেক্ষিতে ২৬ জানুয়ারি ২০১৭ সালের একটি সভায় মুসলিম হজ ট্যুরস এন্ড ট্রাভেলস লিমিটেডের লাইসেন্স বাতিলসহ ১০ লাখ টাকা জরিমানা ও জামানত বাজেয়াপ্ত করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
নেত্রকোনা সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলায় এর অফিস খুলে গ্রামের সহজ সড়ল মানুষকে হজে পাঠানোর নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ারও অভিযোগ রয়েছে।
নেত্রকোনায় সিনিয়র জুডিসিয়াল (১) আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক এইচ এম আবদুল কাদেরের বিরুদ্ধে।
এইচ এম আব্দুল কাদেরের মোবাইলে যোগাযোগ করলেও কথা বলা সম্ভব হয়নি।
অভিযোগের বিষয়ে নেত্রকোনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জিয়া আহমেদ সুমন জানান, অভিযোগটি এখনও আমার হাতে আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।