ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


শীর্ষ সন্ত্রাসী জিসান গ্রেপ্তার!


৪ অক্টোবর ২০১৯ ২৩:১৭

আপডেট:
৬ মে ২০২৫ ২৩:৪৬

ইন্টারপোলের সহযোগিতায় শীর্ষ সন্ত্রাসী জিসান আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে।

শুক্রবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস নোটে জিসানকে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়।

পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. সো‌হেল রানা প্রেরিত প্রেস নোটে বলা হয়, ‘বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) উদ্যোগে ও এনসিবি (ইন্টারপোল) দুবাইয়ের সহযোগিতায় শীর্ষ সন্ত্রাসী জিসানকে গ্রেপ্তার করা হয়েছে।’

এতে আরও বলা হয়, ‘এনসিবি দুবাই ৩ অক্টোবর বিষয়টি নিশ্চিত করেছে। আইনি প্রক্রিয়া শেষে তা‌কে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনা হবে।’

প্রায় এক দশক আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২৩ জন শীর্ষ সন্ত্রাসীর তালিকা প্রকাশ করে। ওই তালিকায় জিসানের নামও রয়েছে। বনানী, গুলশান, বাড্ডা, মতিঝিলসহ রাজধানীর কয়েকটি এলাকার ত্রাস ছিলেন জিসান। তিনি দীর্ঘদিন ধরে পলাতক।