ঢাকা বুধবার, ৭ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


প্রধানমন্ত্রীর নির্দেশের পরও সম্রাট কেন আটক নয়, প্রশ্ন তাপসের


৬ অক্টোবর ২০১৯ ১২:১৬

আপডেট:
৭ মে ২০২৫ ০০:০০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পরও যুবলীগের ঢাকা মহানগরীর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট কেন আটক হচ্ছে না– প্রশ্ন তুলেছেন সাংসদ শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ দেওয়ার পরও কেন সম্রাটকে আটক করা হয়নি। কেন এ নিয়ে ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে। তাকে বাঁচানোর জন্য কারা পাঁয়তারা করছে, এগুলো আমাদের দেখতে হবে।

শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সভায় বক্তব্য দেওয়ার সময় এ প্রশ্ন রাখেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব তাপস। তিনি বলেন, বেসিক ব্যাংককে ডzবিয়েছেন। দুর্নীতি দমন কমিশন তাকে (সম্রাট) কেন ধরছে না।

ক্যাসিনো ব্যবসার অভিযোগে সম্রাটের গ্রেপ্তার না হওয়া নিয়ে এত দিন প্রশ্ন রেখে বক্তব্য দিয়েছেন বিএনপিসহ বিরোধী দলের নেতারা। তবে এবার প্রশ্ন রাখলেন খোদ ক্ষমতাসীন দলের সাংসদ ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির পুত্র তাপস।

সভায় সংগঠনটির অন্য নেতারাও দলের নাম ভাঙিয়ে অঙ্গ-সংগঠনগুলোর দুর্নীতির সমালোচনা করেন। দুর্নীতিবাজদের যেকোনো মূল্যে আইনের আওতায় আনার আহ্বান জানান তারা।

সাবেক খাদ্যমন্ত্রী ও বর্তমান সাংসদ অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী যে সাহসী পদক্ষেপ নিয়েছেন, এতে জাতি তার পাশে রয়েছে। যারা সুশাসনের বিরুদ্ধে কাজ করছেন, তাদেরও তিনি আইনের আওতায় নিয়ে এসেছেন। আমরা অবশ্যই এর প্রশংসা করি।’