হঠাৎ সম্রাটের বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি

ছয় মাসের সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
‘বুকে ব্যথা’ অনুভব করায় মঙ্গলবার সকালে তাকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়।
ঢামেকে সিসিইউতে নেওয়ার পর সম্রাটকে হৃদ্রোগ ইনস্টিটিউটে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসক। পরে সেখান থেকে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়ে তাকে।
কারারক্ষী সুবেদার মো. মুজাহিদুল ইসলাম বলেন, বুকে ব্যথা অনুভব করায় সম্রাটকে চিকিৎসার জন্য কারাগার থেকে ঢাকায় আনা হয়েছে।
সম্রাটের অবস্থা ‘খুবই সংকটাপন্ন’ বলে দাবি করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান মাকসুদ।
চলমান ক্যাসিনো বিরোধী অভিযানে রবিবার ভোররাতে যুবলীগ নেতা সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে আটক করে র্যাব।
সম্রাটকে সঙ্গে নিয়ে র্যাবের ভ্রাম্যমাণ আদালত ওইদিন দুপুরে তার কার্যালয় কাকরাইলের ভূঁইয়া ট্রেড সেন্টারে অভিযান চালান। সেখান থেকে পিস্তল, গুলি, ইয়াবা বড়ি, বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ছাড়া দুটি ক্যাঙারুর চামড়া, বৈদ্যুতিক শক দেওয়ার দুটি যন্ত্র ও লাঠি উদ্ধার করা হয়।
বন্য প্রাণীর চামড়া রাখার দায়ে ছয় মাসের কারাদণ্ড দিয়ে রবিবার রাতে সম্রাটকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।