ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


ঢাবির হল থেকে পিস্তলসহ ছাত্রলীগ নেতা আটক


৯ অক্টোবর ২০১৯ ০৮:২৫

আপডেট:
৩ মে ২০২৫ ০৮:৪৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসিন হল থেকে অস্ত্রসহ দুই ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

আটক দু'জন হলেন, ঢাবি ছাত্রলীগের সাবেক উপ-ক্রীড়াবিষয়ক সম্পাদক হাসিবুর রহমান তুষার এবং মহসীন হল ছাত্রলীগের নেতা আবু বকর আলিফ।

মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে ছাত্রলীগের ওই দুই নেতাকে ঢাবির হাজী মোহাম্মদ মহসীন হল থেকে আটক করে পুলিশ।

এ সময় হলের কক্ষ থেকে দুটি সিসি ক্যামেরা, দুটি বটি, একটি হাতুড়ি, দুটি লাঠি, স্টিলের পাইপ, গুলিভর্তি পিস্তল, ল্যাপটপ ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার করা হয়।

তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় তুষার ছাত্রলীগের মুহসিন হলের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদ মো. রিয়াজ ফরাজিকে ডেকে মাথায় পিস্তল ধরে। কিছুক্ষণের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি জানতে পেরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে হলে গিয়ে তাদের আটক করে।