ঢাকা বুধবার, ৭ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি ছাত্রলীগের


১৩ অক্টোবর ২০১৯ ০০:৩১

আপডেট:
১৩ অক্টোবর ২০১৯ ০০:৩২

বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।


শনিবার (১২ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ কথা বলেন, সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি আল-নাহিয়ান খান জয়।

জয় বলেন, ছাত্র রাজনীতি বন্ধ করে কোনো সমস্যার সমাধান হতে পারে না। ছাত্ররা যদি ছাত্রদের অধিকার আদায়ে কথা বলতে না পারে তবে সমস্যা আরও বাড়তে পারে। তাই ছাত্র রাজনীতি বন্ধ না করে সমাধানের পথ খুজে বের করতে হবে। তাই বুয়েট প্রশাসনের কাছে আমাদের আহবান থাকবে তারা যেন বিষয়টি আরেকবার বিবেচনা করে দেখেন।