আবাসিক হোটেলে অভিযান, ১৮ নারী-পুরুষ আটক

গাজীপুর মহানগরীর টঙ্গী রেলস্টেশন এলাকার ভাই ভাই আবাসিক হোটেল থেকে ১৮ জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) রাতে ওই হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার পরিদর্শক সুব্রত কুমার পোদ্দারের নেতৃত্বে একদল পুলিশ রেলস্টেশন এলাকার ভাই ভাই হোটেলে অভিযান চালায়। এ সময় অসামাজিক কাজে লিপ্ত থাকায় ১৮ জন নারী ও পুরুষকে আটক করা হয়।
স্থানীয়রা জানান, এই আবাসিক হোটেলটিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড চলছে। স্থানীয়রা হোটেল মালিকের ভয়ে বিষয়টি কাউকে জানায়নি। ওই হোটেলটিতে অসামাজিক কাজ ছাড়াও বিভিন্ন অপরাধ সংঘটিত হয়। হোটেলটি এখন সন্ত্রাসীদের আস্তানা হিসেবে পরিচিত।
টঙ্গী পূর্ব থানার ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এই অভিযান অব্যাহত থাকবে।