ঢাকা বুধবার, ৭ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২


মুদি দোকানী থেকে কোটিপতি যুবলীগের আনোয়ার,আছে আলিশান বাড়ি-গাড়ি


১৪ অক্টোবর ২০১৯ ২২:০০

আপডেট:
৭ মে ২০২৫ ১৮:৫৩

একসময় মুদি দোকানী হিসেবে কাজ করতেন যুবলীগের প্রচার সম্পাদক আনোয়ার হাসেন । আর আয় ছিল সামন্য টাকা।

কিন্তু এখন তিনি কোটি টাকার মালিক, শহরের প্রধান সড়কের আলিশান বাড়িতে থাকেন, চড়েন বিলাসবহুল গাড়িতে।তিনি এখন একাধিক গাড়ি-বাড়ি, ফ্ল্যাট ও জমির মালিক। ঢাকা মহানগর দক্ষিনের বহিস্কৃত সভাপতি ইসমাঈল হোসেন চৌধুরী সম্রাটের আনুকূল্যে রাতারাতি জীবনধারা বদলে যাওয়া যুবলীগের আলোচিত নেতার।


আর এসব তিনি করেছেন চাঁদাবাজি ও মাদক ব্যবসা করে। টাকার জোরে যুবলীগের পদ বাগিয়ে নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে আনোয়ারের বিরুদ্ধে। দৈনিক আমাদের দিনের এক বিশেষ প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে।


এর আগে মধ্যপ্রাচ্যে দুবাই কাজের ভিসায় গিয়েছিলেন , সুবিধা করতে না পেরে দেশে এসে পুরান ঢাকা কেএম দাস লেন দেন ছোট একটি মুদি দোকান ।

স্থানীয়রা জানান, রাজনীতিতে যোগ দেয়ার পর তার অবস্থা পাল্টে যায়।  আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দোকানী ছেড়ে দিয়ে তিনি পুরোপুরি রাজনীতিতে জড়িয়ে পড়েন। এক দশকেই তার সবকিছু বদলে যায়। জরাজীর্ণ থেকে তিনি আলিশান বাড়ি নির্মাণ করেন। তবে তার দৃশ্যমান কোনো ব্যবসা বা প্রতিষ্ঠান নেই। অভিযোগ- আনোয়ারের আয়ের বড় উৎস ইয়াবা ব্যবসা, চাদাঁবাজি ও টেন্ডারবাজি ব্যবসা। ইয়াবাসহ কেউ আটক হলে তিনি তদবির করে থাকেন।
স্থানীয়দের দাবি , ‘আগে তো আনোয়ারের ভাঙা ঘর ছিল। সংসার চালানোই কঠিন ছিল তার। কিন্তু কয়েক বছরে সবকিছু বদলে গেছে। কীভাবে হয়েছে তা বলতে পারব না। তবে এখন ঢাকা শহরের বিলাস বহুল বাড়িতে তিনি থাকেন। একাধিক গাড়িতে চলাফেরা করেন। হয়েছেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউপি চেয়্যারম্যান’।


নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, সম্রাটের অফিসে খাবার সার্ভিস দিতেন এই যুবলীগ নেতা আনোয়ার হোসেন।নিয়মিত ক্যাসিনোতে যাওয়া আসার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এসম্পর্কে তিনি যোগাযোগ করলে কোন মন্তব্য করতে রাজি হয়নি। তিনি সরাসরি কথা বলার প্রস্তাব দেন এই প্রতিবেদককে।