বহিস্কার হচ্ছেন যুবলীগের চেয়ারম্যান,বিতর্কিতের গণভবনে মানা

দুর্নীতির অভিযোগ আছে যুবলীগের এমন কোনো নেতা যাতে গণভবনে না ঢোকেন, সে ব্যাপারে সংগঠনের সাধারণ সম্পাদক হারুনুর রশীদকে নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা।
যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেসের বিষয়ে আগামী রবিবার বিকেলে গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসবেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদের নেতৃত্বে সংগঠনটির প্রেসিডিয়ামের সদস্যরা। এ-সংক্রান্ত ব্যাপারে সময় নিতে গতকাল বুধবার হরুনুর রশীদ শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গেলে তিনি তাকে ওই নির্দেশ দেন। নির্দেশ অনুযায়ী প্রধানমন্ত্রীর সঙ্গে ওই বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।
আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন, গতকাল দুপুরে যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ প্রেসিডিয়াম সদস্যের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের অনুমতি নিতে গণভবনে যান। প্রধানমন্ত্রী আগামী রবিবার বিকেল ৫টায় গণভবনে যুবলীগের নেতাদের সঙ্গে বৈঠকের অনুমতি দেন। এ সময় প্রধানমন্ত্রী হারুনুর রশীদকে বলেন, দুর্নীতির অভিযোগ আছে এমন কেউ যেন তোমাদের সঙ্গে গণভবনে না আসে।
ক্যাসিনোবিরোধী অভিযানের শুরুতেই আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতাদের জড়িত থাকার বিষয়ে অভিযোগ ওঠে। এই অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি (গ্রেপ্তারের পরে বহিষ্কৃত) ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াসহ যুবলীগের কয়েকজন নেতা। যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর ব্যাংক হিসাব তলব করে বাংলাদেশ ব্যাংক। তার দেশত্যাগেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আওয়ামী লীগের এক নেতা জানান, সর্বশেষ গত ৭ অক্টোবর রাতে ওমর ফারুক চৌধুরী গণভবনে গিয়েছিলেন। ওই দিন ভারত সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেছিলেন। গণভবনে উপস্থিত একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, যুবলীগ নেতারা যে পাশে দাঁড়িয়েছিলেন সেদিকে প্রধানমন্ত্রী তাকাননি।
৩ ও ১ অক্টোবরও ওমর ফারুক চৌধুরীকে গণভবনে দেখা গিয়েছিল। কিন্তু অক্টোবরের প্রথম সপ্তাহে তার ব্যাংক হিসাব তলব ও দেশত্যাগে নিষেধাজ্ঞার পর থেকে আর প্রকাশ্য আসছেন না তিনি। সর্বশেষ ১১ অক্টোবর যুবলীগের প্রেসিডিয়ামের বৈঠকেও উপস্থিত ছিলেন না তিনি। সাধারণ সম্পাদক হারুনুর রশীদের সভাপতিত্বে ওই বৈঠকে চেয়ারম্যানের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন কয়েকজন নেতা। তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার কথাও বলেন তারা।
আওয়ামী লীগের সম্পাদকম-লীর এক সদস্য বলেন, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক থাকেন চেয়ারম্যান, কিন্তু সপ্তম কংগ্রেসের প্রস্তুতি কমিটিতে ওমর ফারুক চৌধুরী থাকবেন, কি থাকবেন না, সে বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি নিতেই রবিবার এই বৈঠক হবে। বৈঠকে ওমর ফারুককে যুবলীগের দায়িত্ব থেকে অব্যাহতিও দেওয়া হতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক সদস্য বলেন, দুর্নীতির অভিযোগ ওঠায় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একইভাবে বিভিন্ন অভিযোগ আসায় যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকেও সম্মেলনের আগে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে। এর মাধ্যমে প্রধানমন্ত্রী দুর্নীতিবিরোধী অভিযানের বিষয়ে যে কঠোর রয়েছেন, সেই বার্তাটা দেওয়া হবে।
জানতে চাইলে যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ বলেন, আগামী জাতীয় কংগ্রেসের বিষয়ে নেত্রীর গাইডলাইন দরকার আমাদের। এ বিষয়ে নেত্রীর সঙ্গে আমাদের বৈঠকের অনুমতি নিতে আজকে (বুধবার) নেত্রীর সঙ্গে আমি দেখা করেছিলাম। তিনি আমাদের আগামী রবিবার বিকাল ৫টায় গণভবনে সময় দিয়েছেন।
ওই বৈঠকে যুবলীগের চেয়ারম্যান থাকবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চেয়ারম্যান যেহেতু প্রেসিডিয়ামে আসেন নাই, সেহেতু রবিবারের বৈঠকে তিনি উপস্থিত থাকবেন কি না, সেটা পরিষ্কার নয়।
আপনাদের সংগঠনের চেয়ারম্যানকে কি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে এমন প্রশ্নে হারুনুর রশীদ বলেন, এ বিষয়টা জানার জন্য আপনারা আমাদের রবিবারের বৈঠক পর্যন্ত অপেক্ষা করুন। তিনি বলেন, গণভবন একটি পবিত্র জায়গা। এখান থেকে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য নেত্রী তার সমস্ত পরিকল্পনা এগিয়ে নিয়ে যান। কাজেই এই পবিত্র জায়গায় কোনো বিতর্কিত লোক যাওয়া উচিত না বলে মনে করেন তিনি।
আপনি কি চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেই আজ (বুধবার) গণভবনে গিয়েছিলেনÑ এমন প্রশ্নে যুবলীগের সাধারণ সম্পাদক বলেন, না। ওনার (ওমর ফারুক চৌধুরী) সঙ্গে এ বিষয়ে আমার কোনো কথাই হয়নি। গত ১১ অক্টোবর অনুষ্ঠিত প্রেসিডিয়ামের বৈঠকে আমাকে এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। তাই আমি একাই গণভবনে গিয়েছিলাম।
চেয়ারম্যানের সঙ্গে সর্বশেষ আলোচনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ১১ অক্টোবর প্রেসিডিয়ামের বৈঠকের আগে তার সঙ্গে আমার আলোচনা হয়েছিল। এরপর আর কোনো কথা হয়নি।