ঢাকা বুধবার, ৭ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২


যুবলীগের সাঈদকে কাউন্সিলর পদ থেকে অপসারণ


১৮ অক্টোবর ২০১৯ ১০:৫৬

আপডেট:
৭ মে ২০২৫ ০৯:৩৪

ক্যাসিনো ও চাঁদাবাজির অভিযোগে জর্জরিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মমিনুল হক সাঈদকে অপসারণ করেছে সরকার।

সাঈদ যুবলীগের ঢাকা দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন।

বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

আদেশে স্বাক্ষর করেন স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ।

আদেশে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯ নম্বরের ওয়ার্ড কাউন্সিলর যুক্তিসংগত কারণ ছাড়া করপোরেশনের ১৮ সভার মধ্যে ১৩টিতে অনুপস্থিত ছিলেন। স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কাউন্সিলর বিদেশে যাত্রা ও অবস্থান করছেন। উল্লেখিত বিষয়ে আত্মপক্ষ সমর্থনে জবাব দিতে কারণ দর্শানো নোটিশ করা হয়েছিল, কিন্তু তিনি কোনো জবাব দেননি। এরপর তার বিরুদ্ধে সরেজমিন তদন্তের জন্য একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্ত কর্মকর্তা এ বিষয়ে একটি প্রতিবেদনে জমা দিয়েছেন। যেখানে এ কাউন্সিলরের বিরুদ্ধে নানা অভিযোগের প্রমাণ মিলেছে। এ অবস্থায় স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ অনুযায়ী কাউন্সিলর পদ হতে তাকে অপসারণ করা হলো।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের যুগ্ম সম্পাদক ‘ক্যাসিনো সাঈদ’ নামে পরিচিত মমিনুল হক সাঈদ এখনো সংগঠন থেকে বহিষ্কার হননি। মতিঝিল-আরামবাগ ক্লাব পাড়ায় ক্যাসিনো বাণিজ্যের অন্যতম নিয়ন্ত্রক সাঈদ অভিযান শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে দেশ ছাড়েন।

ডিএসসিসির এ কাউন্সিলরের বিরুদ্ধে আরামবাগ-ফকিরাপুল এলাকায় চাঁদাবাজি ও দখলের বিস্তর অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, সাঈদের অনুপস্থিতিতে তার এলাকা নিয়ন্ত্রণ করছেন ঘনিষ্ঠ সহচররা।