ঢাকা বুধবার, ৭ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২


চাঁদপুরে সদ্যোজাত শিশুকে মেরে জঙ্গলে ফেলে দিলেন মা


১৯ অক্টোবর ২০১৯ ১৩:৪২

আপডেট:
৭ মে ২০২৫ ১৯:৫৫

কন্যাসন্তান প্রসবের পর সবার অজান্তে তাকে মেরে বাড়ির পাশের জঙ্গলে ফেলে দিল জন্মদাত্রী মা। ঘটনা চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের ঠাকুরকান্দি গ্রামের। স্থানীয় রকমত আলী প্রধানের ছেলে কামাল উদ্দিনের স্ত্রী শিরিন বেগম বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটায়।

জানা যায়, ঘটনার দিন রাতে শিরিন প্রসব বেদনা অনুভব করলে তার শাশুড়ি গ্রামের দাইকে ডাকতে যান। এ সময় শিরিন বাথরুমে চলে যায় এবং সেখানেই এক কন্যাসন্তান প্রসব করে। পরে এ জীবিত কন্যাসন্তানকে তার মা (শিরিন বেগম) মেরে ফেলে বাড়ির পাশে এক গর্তে ফেলে দেয়।

এ ঘটনা তার শাশুড়ির নজরে পড়লে তিনি শিরিনকে জেরা করলে শিরিন সব কথা স্বীকার করে। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় মেম্বারসহ এলাকার লোকজন জড়ো হয় তাদের বাড়িতে। পরে পুলিশ মৃত নবজাতক ও তার মা শিরিনকে থানায় নিয়ে যায়।
ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের সদস্য ও গণমাধ্যমকর্মী গোলাম নবী খোকন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় শিরিনের প্রসব বেদনা ওঠে। পরে শাশুড়ির অজান্তেই সে শিশুটিকে মেরে জঙ্গলে ফেলে দেয়। তার স্বামী একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তাদের তিন বছরের এক সন্তান রয়েছে।

মতলব উত্তর থানার এসআই সালাউদ্দিন জানান, বৃহস্পতিবার রাতেই শিরিন ও মৃত নবজাতককে থানায় নেওয়া হয়।