ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


হাইকোর্টে ৯ বিচারপতি নিয়োগ


২০ অক্টোবর ২০১৯ ২৩:৩৬

আপডেট:
৩ মে ২০২৫ ২১:২৫

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নয়জন নতুন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। এদের মধ্যে চারজন জেলা জজ, তিনজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও দুইজন আইনজীবী রয়েছেন।

রবিবার আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন নিয়োগ পাওয়া অতিরিক্ত বিচারপতিরা হলেন- কাজী এবাদত হোসেন, কে এম জাহিদ সরওয়ার কাজল, কাজী জিনাত হক, মো. মাহমুদ হাসান তালুকদার মিন্টু, ড. জাকির হোসেন, সাহেদ নুর উদ্দিন, ড. আখতারুজ্জামান, এ কে এম জহিরুল হক ও মাহবুবুল ইসলাম।

রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় আজ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বলে জানিয়েছে বাসস।