যেসব পরিবর্তন যুবলীগে

রবিবার গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় যুবলীগ বিষয়ে কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রাত সাড়ে ৯টার দিকে কাদের বৈঠক শেষে গণভবনের সামনে সাংবাদিকদের ওবায়দুল কাদের জানান, বিভিন্ন কর্মকাণ্ডে সমালোচনায় থাকা ওমর ফারুক চৌধুরীকে যুবলীগের চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তিনি জানান, সংগঠনটির বয়সসীমা ৫৫ বছর নির্ধারণ করা হয়েছে।
এর আগে অব্যাহতি পাওয়া যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর বয়স ৭১ হওয়ায় তা নিয়ে সমালোচনা ওঠে।
সাংবাদিকদের ওবায়দুল কাদের আরো জানান, যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য চয়ন ইসলামকে আহ্বায়ক এবং বর্তমান সাধারণ সম্পাদক হারুনুর রশীদকে সদস্য সচিব করে সম্মেলন প্রস্তুতি কমিটি করা হয়েছে। যুবলীগের কার্যনির্বাহী কমিটির সবাইকে সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য করা হয়েছে।
ঘোষণা অনুসারে আগামী ২৩ নভেম্বর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। আর নতুন নেতৃত্ব ঘোষণার আগ পর্যন্ত চয়ন ও হারুন যুবলীগের দায়িত্ব সামলাবেন।