ঢাকা বুধবার, ৭ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২


সম্রাটের ‘ক্যাসিনো গুরু’ আরমান আবারও ৫ দিনের রিমান্ডে


২২ অক্টোবর ২০১৯ ১০:৪৩

আপডেট:
৭ মে ২০২৫ ২৩:০৯

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের ‘ক্যাসিনো গুরু’ হিসেবে পরিচিত দক্ষিণ যুবলীগের সহসভাপতি এনামুল হক আরমানকে মাদক মামলায় আবারও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

পাঁচ দিনের রিমান্ড শেষে সোমবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এদিন মামলার সুষ্ঠু তদন্তের জন্য আরও ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১-এর উপপরিদর্শক আবদুল হালিম।

অন্যদিকে আরমানের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৪ অক্টোবর সম্রাটের বিরুদ্ধে রমনা থানায় অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা করে র‌্যাব। মাদক মামলায় আরমানকেও আসামি করা হয়। ৬ অক্টোবর কুমিল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তখন আরমানকে মদ্যপ অবস্থায় পাওয়া যায় এবং তার পকেট থেকে উদ্ধার করা হয় ১৪০ পিস ইয়াবা। পরে মাদক সেবনের দায়ে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত আরমানকে ছয় মাসের কারাদণ্ড দেয়।