দুই নেতার শত কোটি টাকার সম্পদ,নেই কোনো বৈধ আয়

গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক এবং তার ভাই থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুপন ভূঁইয়ার ৩৫ কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাই এই দুজনের বিরুদ্ধে আলাদা আলাদা মামলার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
দুদক সূত্র জানিয়েছে, মঙ্গলবার কমিশনের সভায় দুটি মামলার অনুমোদন দেওয়া হয়েছে। আজ বুধবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলা হবে বলে জানিয়েছে দুদক। দুদক সূত্র বলছে, এনামুল হক এনু বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কার্যক্রমের মাধ্যমে ২১ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছে। তাকে অবৈধ অর্থ অর্জনে সহায়তা করেছে ওয়ান্ডারার্স ক্লাবের কর্মচারী আবুল কালাম ও এনামুলের বন্ধু হিসেবে পরিচিত হারুন অর রশিদ। তাই এই তিনজনকে একটি মামলায় আসামি করা হচ্ছে।
দুদকের অনুসন্ধান সূত্র বলছে, এনামুলের আয়কর নথি, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও গোপন সূত্রে পাওয়া তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, এনামুলের বৈধ কোনো আয়ের উৎস নেই। সে ক্যাসিনো ব্যবসাসহ অবৈধ উপায়ে আয় করা অর্থ দিয়ে প্রচুর সম্পদ অর্জন করেছে। তার আয়ের সঙ্গে এসব সঙ্গতিপূর্ণ নয়। সে অবৈধ আয়ের মাধ্যমে দেশ-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছে বলে দুদকের কাছে তথ্য আছে। সেসব তথ্য মামলার তদন্তকালে আমলে নেওয়া হবে বলে জানিয়েছে অনুসন্ধান দল। অন্যদিকে এনামুলের ভাই রুপন ভূঁইয়ার অবৈধ সম্পদের পরিমাণ প্রায় ১৪ কোটি টাকা। তারও বৈধ কোনো আয়ের উৎস খুঁজে পায়নি দুদক।