সাকিবের নেতৃত্বেই আমরা বিশ্বকাপের ফাইনাল খেলব: মাশরাফী

সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুললেন মাশরাফী বিন মোর্ত্তজা। নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব দুর্দান্তভাবে ফিরে আসবেন এবং বাংলাদেশকে ২০২৩ বিশ্বকাপের ফাইনালে নিয়ে যাবেন বলে বিশ্বাস নড়াইল এক্সপ্রেসের। মঙ্গলবার মাশরাফী ফেইসবুক বার্তায় এ কথা বলেন।
নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে মাশরাফী লিখেছেন, ‘দীর্ঘ ১৩ বছরের সহযোদ্ধার আজকের ঘটনায় নিশ্চিতভাবেই কিছু বিনিদ্র রাত কাটবে আমার। তবে কিছুদিন পর এটা ভেবেও শান্তিতে ঘুমাতে পারব যে, তার নেতৃত্বেই ২০২৩ সালে আমরা বিশ্বকাপের ফাইনালে খেলব। কারণ নামটি তো সাকিব আল হাসান...!!!’
জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও তা গোপন করেছিলেন সাকিব। আইসিসি বা সংশ্লিষ্ট বোর্ডকে অবহিত করেননি। একবার নয়, মোট তিনবার সাকিবকে জুয়াড়িদের প্রস্তাব দেওয়ার প্রমাণ পেয়েছে আইসিসি।
শাস্তি হিসেবে সাকিবকে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। ২০২০ সালের ২৯ অক্টোবর মাঠে ফিরতে পারবেন সাকিব। এর মধ্যে আইসিসির বেঁধে দেওয়া নিয়ম মানতে ব্যর্থ হলে আরো এক বছরের নিষেধাজ্ঞা বলবৎ হবে তার বেলায়।
তবে সাকিব এক বছর পরই আরো শক্তভাবে ফেরার প্রত্যয় ব্যক্ত করেছেন। ২০২৩ সালে ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। সব ঠিক থাকলে সাকিব সেখানে খেলবেন বলেই বিশ্বাস সবার।
তবে নিষেধাজ্ঞার কারণে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হবে না সাকিবের। কেননা সাকিবের নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই শুরু হবে বিশ্বকাপ। ১৮ অক্টোবর অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। শেষ হবে ১৫ নভেম্বর।