ঢাকা বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


নতুন এমপিওভুক্ত স্কুল-কলেজের তথ্য পাঠানোর নির্দেশ


১৫ নভেম্বর ২০১৯ ২২:৪১

আপডেট:
৮ মে ২০২৫ ২৩:০১

নতুন এমপিওভুক্তির তালিকায় স্থান পাওয়া ১৬৫০ স্কুল-কলেজের তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। নতুন এমপিওভুক্ত হওয়া প্রতিষ্ঠানের তথ্য যাচাই-বাছাই করতে গঠিত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জেলা শিক্ষা কর্মকর্তাদের এসব তথ্য চাওয়া হয়েছে।

আগামী ১৯ নভেম্বরের মধ্যে অধিদফতরে এসব প্রতিষ্ঠানের তথ্য পাঠাতে হবে জেলা শিক্ষা কর্মকর্তাদের। বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর থেকে এ সংক্রান্ত চিঠি জেলা শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়েছে। ২৩ অক্টোবর একযোগে ২ হাজার ৭৩০টি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করেছিল সরকার।

১৬৫০টি স্কুল ও কলেজের তথ্য যাচাইয়ে ৭ সদস্যের কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা আদেশে বলা হয়, কমিটির প্রধান করা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালককে। বাকি সদস্যরা হলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন প্রতিনিধি, বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) একজন প্রতিনিধি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের একজন প্রতিনিধি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (কলেজ), পরিচালক (মাধ্যমিক) এবং উপরিচালক (মাধ্যমিক)। এই কমিটি আগামী ২০ কর্মদিবসের মধ্যে তথ্য যাচাই সম্পন্ন করবে।

তথ্য যাচাই-বাছাইয়ে গঠিত কমিটি তথ্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে। সে অনুযায়ী সব জেলা শিক্ষা কর্মকর্তাদের চিঠি দিয়ে নতুন তালিকায় স্থান পাওয়া ১৬৫০টি স্কুল কলেজের তথ্য পাঠাতে বলা হয়েছে। একই সঙ্গে নতুন এমপিওভুক্তির তালিকায় স্থান পাওয়া প্রতিষ্ঠানগুলোর তথ্য পাঠাতে জেলা শিক্ষা কর্মকর্তাদের নির্ধারিত চারটি ছক পাঠানো হয়েছে। নিম্নমাধ্যমিক প্রতিষ্ঠানের তথ্য, মাধ্যমিক প্রতিষ্ঠানের তথ্য, উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানের তথ্য এবং ডিগ্রি প্রতিষ্ঠানের তথ্য পাঠাতে পৃথক চারটি ছক পাঠানো হয়েছে। আগামী ১৯ নভেম্বরের মধ্যে অধিদফতরে এসব প্রতিষ্ঠানের তথ্য পাঠাবেন জেলা শিক্ষা কর্মকর্তারা।

মাউশি সূত্রে জানা গেছে, ছকে প্রতিষ্ঠান প্রধানদের পূর্ণ নাম, ঠিকানা, মোবাইল ফোন নম্বর, পাঠদানের অনুমতির তারিখ ও স্মারক, বোর্ডের শেষ স্বীকৃতির তারিখ ও স্মারক, স্বীকৃতির শর্ত পূরণ হয়েছে কিনা সে বিষয়ে মন্তব্য, ২০১৭ সালে শিক্ষার্থী সংখ্যা এবং ২০১৫, ২০১৬, ২০১৭ সালের পাবলিক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী সংখ্যা, ৩ বছরের গড় শিক্ষার্থী সংখ্যা, এ তিন বছর উত্তীর্ণ পরীক্ষা সংখ্যা পাসের হার ও ৩ বছরের গড় পাসের হারের তথ্য চাওয়া হয়েছে।
৪৩৯টি নিম্নমাধ্যমিক বিদ্যালয়, ১০৮টি ৬ষ্ঠ-১০ম শ্রেণির মাধ্যমিক বিদ্যালয়, ৮৮৭টি ৯ম-১০ম শ্রেণির মাধ্যমিক বিদ্যালয়, ৬৮টি স্কুল অ্যান্ড কলেজ, ৯৩টি উচ্চ মাধ্যমিক কলেজ এবং ৫৬টি ডিগ্রি কলেজ এমপিওভুক্ত করা হয়। এসব প্রতিষ্ঠানকে ৪টি শর্তে প্রতিষ্ঠানের এমপিও কার্যকর করা হবে বলে জানানো হয়েছিল আদেশে। একটি শর্তে বলা হয়, যেসব তথ্যের আলোকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করা হয়েছে, পরবর্তী সময়ে কোনো তথ্য ভুল বা অসত্য হলে তথ্য দেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তথ্যের সঠিকতা সাপেক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তি আদেশ কার্যকর হবে।