যৌন হয়রানির অভিযোগে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আটক

যৌন হয়রানির অভিযোগে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আটক করেছে বনানী থানা পুলিশ ।
জানা যায়, বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়ার কোষাধ্যক্ষ এ কে এম আশরাফুল হক নামে শিক্ষককে যৌন হয়রানির অভিযোগে আটক করেছে বনানী থানা পুলিশ ।
তার বিরুদ্ধে একাধিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার দুপুর ১২টায় তাকে আটক করা হয়।
আরো জানা যায়, কোষাধ্যক্ষ আশরাফ কর্তৃক যৌন হয়রানির শিকার হয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রিফাত জাহান তারিন। তিনি প্রথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) বরাবর লিখিত অভিযোগ দিলে উপাচার্য কোন ব্যবস্থা নেয়। পরবর্তী ভুক্তভোগী শিক্ষার্থী বনানী থানায় অভিযোগ করেন। ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতেই কোষাধ্যক্ষকে আটক করা হয়েছে বলে বনানী থানা সূত্রে জানা গেছে।
এবিষয় বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। অভিযুক্ত এ কে এম আশরাফুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হচ্ছে ।