ঢাকা মঙ্গলবার, ২১শে মে ২০২৪, ৮ই জ্যৈষ্ঠ ১৪৩১


ক্রিকেট খেলা নিয়ে ঢামেকে কর্মচারীকে পিটিয়ে হত্যা


১ ডিসেম্বর ২০১৯ ২১:৩১

আপডেট:
১ ডিসেম্বর ২০১৯ ২১:৩৩

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে আমির হোসেন (৫০) নামের এক কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ইব্রাহীম (১৮) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ।

রবিবার সকাল সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার পর অচেতন অবস্থায় আমির হোসেনকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক সকাল ৮টায় মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই মো. আলী জানান, তার বাড়ি শরিয়তপুর জাজিরা উপজেলার পাচুখাকান্দি গ্রামে। থাকতেন খিলক্ষেতে টেম্পুস্ট্যান্ড এলাকায়। ৪ সন্তানের জনক ছিলেন তিনি।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাসির উদ্দিন জানান, আমির হাসপাতালের বহির্বিভাগের ক্যানসার বিভাগে ৪র্থ শ্রেণি কর্মচারী হিসেবে কর্মরত। সকালে ক্যানসার বিভাগের সামনে কয়েকজন কিশোর মিলে ক্রিকেট খেলছিল।

তখন আমির তাদেরকে সেখানে ক্রিকেট খেলতে না করলে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। এর কিছুক্ষণ পরে আমির বহির্বিভাগের গেটের সামনে গেলে সেখানে পেছন থেকে ইব্রাহীম নামের ওই কিশোর তাকে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

সেখানে দায়িত্বে থাকা আনসার সদস্যরা তখন ইব্রাহিমকে ধরে ফেলে এবং শাহবাগ থানায় হস্তান্তর করে। সঙ্গে সঙ্গে আমিরকে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ইব্রাহিম ঢাকা মেডিকেলের পিডব্লিউডির সাবেক কর্মচারী মৃত আনোয়ার হোসেনের ছেলে বলে জানা গেছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি শাহবাগ থানা পুলিশ তদন্ত করছে।