ঢাবি শিক্ষার্থীর বিরুদ্ধে বাইক ছিনতাইয়ের মামলা

বাইক ছিনতাইয়ের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী সনেট মাহমুদ। অভিযুক্ত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী স্বপন রায়। তিনি জগন্নাথ হলের অনাবাসিক শিক্ষার্থী। অন্যদিকে সনেট মাহমুদ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও মুক্তিযুদ্ধ মঞ্চের বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি। রবিবার (১ ডিসেম্বর) ভোর পৌনে পাঁচটার দিকে জগন্নাথ হলের সামনে ওই ঘটনা ঘটে বলে জানা গেছে।
মামলার এজাহার থেকে জানা যায়, রবিবার রাত সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে অভিযুক্ত স্বপন রায় জগন্নাথ হলে নিয়ে যেতে সনেট মাহমুদকে অনুরোধ জানান। তখন সনেট ওই শিক্ষার্থীর পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে বাংলা বিভাগের ছাত্র বলে পরিচয় দেন। পরিচয় জানার পর সনেট ওই শিক্ষার্থীকে বাইকে করে জগন্নাথ হলের গেইটে নিয়ে যান। পরে বাইক থেকে নামার সময় অভিযুক্ত স্বপন বাইকের চাবি নিয়ে নেয়। পরে সনেট নিজেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে পরিচয় দিলে ওই শিক্ষার্থী তার আইডি কার্ড দেখাতে বলে। সনেট আইডি কার্ড দেখালে সেটিও সে নিয়ে নেয়। এরপর সনেটকে কোনও কথা বলতে না দিয়ে চড় থাপ্পর মারতে থাকেন স্বপন রায়। এতে সনেটের চোখের চশমা ও সামনের একটি দাঁত ভেঙে যায়। এরপর অভিযুক্ত শিক্ষার্থী তার হল থেকে ঘটনাস্থলে আরও তিন-চার জনকে ডেকে নিয়ে আসে। পরে সবাই তার বাইকটি নিয়ে হলে চলে যায়।
এ ঘটনার ভুক্তভোগী সনেট মাহমুদ বলেন, ‘আমি ঘটনাটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়ে সোমবার বিকালে শাহবাগ থানায় মামলা করেছি।’