ঢাকা শুক্রবার, ৯ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২


ডাকসুতে হামলার মামলা ডিবিতে, ৩২ জনকে খুঁজছে পুলিশ


২৬ ডিসেম্বর ২০১৯ ১২:৫৫

আপডেট:
৯ মে ২০২৫ ১৮:১৮

ডাকসুর ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তভার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) ওপর ন্যস্ত হয়েছে।

ইতিমধ্যে গ্রেপ্তার হওয়া মুক্তিযুদ্ধ মঞ্চের তিন নেতার কাছ থেকে গায়েব হওয়া ফুটেজ, ডিভাইস ও হার্ডডিস্কের খোঁজ-খবরের পাশাপাশি হামলার উদ্দেশ্য জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া তাদের কাছ থেকে হামলাকারী আরও ৩২ জনের তথ্য নিয়ে তাদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ।

বুধবার বিকেলে ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম  বলেন, মৌখিকভাবে মামলা তদন্তের নির্দেশনা পেয়েছি, তবে লিখিত কাগজপত্র এখনো হাতে পাইনি। তারপরও আমরা বিষয়টির তদন্তকাজ করছি। আমাদের কাছে বেশ কিছু ভিডিও ফুটেজ আছে যেগুলোর বিশ্লেষণ করছি। এছাড়া তদন্তের মাধ্যমে হামলাকারী আরও অনেককেই শনাক্ত করেছি, যাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রমনা জোনের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বলেন, মামলাটি এখন থেকে ডিবি পুলিশ তদন্ত করবে। সকালে শাহবাগ থানা-পুলিশ ডিবিকে মামলা ও আসামি বুঝিয়ে দিয়েছে।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে হামলার সিসিটিভি ফুটেজ দেখে প্রকৃত হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হামলার ঘটনায় যারাই জড়িত থাক তাদেরকে ধরে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত আছে। রাজধানীর শেরে বাংলা বালক উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এদিকে ডাকসুর গায়েব হওয়া সিসিটিভির ফুটেজ খোঁজা হচ্ছে জানিয়ে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, ডাকসুর ঘটনায় মামলার ঘটনার সিসিটিভির ফুটেজও খোঁজা হচ্ছে।

তদন্ত সংশ্লিষ্ট ডিবির একাধিক কর্মকর্তা  জানান, ডাকসুতে হামলার ঘটনায় সরাসরি জড়িত ৩৫ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে তিনজনকে আগেই গ্রেপ্তার করে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। পলাতক বাকি ৩২ জনকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে। এই ৩২ জন কারা সে বিষয়ে তথ্য দিতে চাননি কর্মকর্তারা।

প্রসঙ্গত, রবিবার দুপুর ১২টার দিকে ডাকসু ভবনে হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। এতে ভিপি নুরসহ তার সংগঠনের অন্তত ২৪ জন আহত হন। এঘটনায় শাহবাগ থানা পুলিশ একটি মামলা দায়ের করে। একই ঘটনায় ভিপি নুর শাহবাগ থানায় অপর একটি মামলা করেন।