ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


আ.লীগের যেসব এমপি’র নির্বাচনে হ্যাটট্রিক জয়ের সুযোগ!


২৪ ডিসেম্বর ২০১৮ ০৭:৪৮

আপডেট:
৪ মে ২০২৫ ১৩:২৭

আ.লীগের যেসব এমপি’র নির্বাচনে হ্যাটট্রিক জয়ের সুযোগ!

জাতীয় সংসদ নির্বাচনে টানা তৃতীয়বার জয়ী হয়ে ‘হ্যাটট্রিক’ করে সংসদে প্রবেশের সুযোগ এসেছে আওয়ামী লীগের ৭৩ জন সংসদ সদস্যের। যার মধ্যে বেশিরভাগই তরুণ। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ, ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনে তারা বিজয়ী হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা ‘হ্যাটট্রিক জয়ে’র মুখোমুখি।

বহুল আলোচিত ওয়ান ইলেভেনের পট পরিবর্তন পরবর্তী ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নে তরুণদের প্রাধান্য দিয়েছিল আওয়ামী লীগ। ওয়ান ইলেভেনের সময়ে সংস্কারপন্থী ইস্যুতে অনেক আওয়ামী লীগের প্রবীণ নেতা দলীয় মনোনয়ন লাভেও ব্যর্থ হয়। অপেক্ষাকৃত তরুণদের নিয়ে সাজানো আওয়ামী লীগের প্রার্থী তালিকা বড়োধরনের সাফল্য এনে দিয়েছিল। পরবর্তীতে নানা কারণে বিতর্কিত হয়ে পড়ায় অনেক সংসদ সদস্যকে দলীয় মনোনয়ন থেকে বাদ দেয়া হয়েছে। অনেকে দশম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েও জয়ী হতে পারেননি।



টানা তৃতীয়বার দলীয় মনোনয়ন পেয়েছেন ৭৩জন সংসদ সদস্য। এদের মধ্যে যিনিই বিজয়ী হবেন তিনিই সংসদ নির্বাচনে হ্যাটট্রিক করবেন। অনেক তরুণ সংসদ সদস্য জয়ে হ্যাটট্রিক করার বিষয়ে আত্মবিশ্বাসী। ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব মুঠোফোনে এ প্রতিবেদককে বলেছেন, গত দশ বছর তিনি নির্বাচনী এলাকায় যে কাজ করেছি তাতে এলাকাবাসী খুবই খুশি। নির্বাচনী প্রচারে যেখানেই যাচ্ছি সেখানেই জনতার ঢল নামছে। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।

টানা তৃতীয়বার জয়ের লক্ষ্যে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। মুঠোফোনে তিনিও জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, আমার এলাকা সন্ত্রাস ও জঙ্গিবাদ কবলিত একটি এলাকা ছিল। গত ১০ বছর এই রক্তাক্ত জনপদকে শান্তির জনপদে পরিণত করতে কাজ করেছি। এলাকার দৃশ্যমান উন্নয়ন করতে সক্ষম হয়েছি। আশাকরছি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবো।

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহীম বলেছেন, আমার জয় এখন সময়মাত্র। আমার আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে গেছে। প্রতিদ্বন্দ্বি ছোট ছোট রাজনৈতিক দলের প্রার্থীরা মাঠে রয়েছেন। কিন্তু এলাকাবাসী রয়েছে আমার সঙ্গে। এলাকার সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে নিরবিচ্ছিন্নভাবে কাজ করেছি। এলাকাবাসী তার প্রতিদান দিতে মুখিয়ে রয়েছেন।

এবার হ্যাটট্রিক জয়ের মুখে থাকা সংসদ সদস্যরা হলেন পঞ্চগড়-২ মো. নূরুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও-১ রমেশ চন্দ্র সেন, দিনাজপুর-২ খালিদ মাহমুদ চৌধুরী, দিনাজপুর-৩ ইকবালুর রহিম, দিনাজপুর-৪ আবুল হাসান মাহমুদ আলী, রংপুর-৪ টিপু মুনশি, গাইবান্ধা-২ মাহাবুব আরা বেগম গিনি, বগুড়া-১ আব্দুল মান্নান, বগুড়া-৫ মো. হাবিবর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ মো. আব্দুল ওদুদ, নওগাঁ-১ সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-২ মো. শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৬ মো. ইসরাফিল আলম, রাজশাহী-১ ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-২ ফজলে হোসেন বাদশা, রাজশাহী-৪ এনামুল হক, রাজশাহী-৬ মো. শাহরিয়ার আলম, নাটোর-৩ জুনাইদ আহেমদ পলক, পাবনা-১ শামসুল হক টুকু, পাবনা-৩ মো. মকবুল হোসেন, পাবনা-৫ গোলাম ফারুক খন্দকার প্রিন্স, কুষ্টিয়া-২ হাসানুল হক ইনু, চুয়াডাংগা-২ মো. আলী আজগার, যশোর-১ শেখ আফিল উদ্দিন, যশোর-৪ রণজিত কুমার রায়, নড়াইল-১ মো. কবিরুল হক, বাগেরহাট-৩ বেগম হাবিবুন নাহার, খুলনা-৩ বেগম মন্নুজান সুফিয়ান, বরগুনা-২ শওকত হাচানুর রহমান রিমন, ভোলা-৩ নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-৪ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, ঝালকাঠি-১ বজলুল হক হারুন, জামালপুর-২ মো. ফরিদুল হক খান, শেরপুর-৩ এ, কে, এম, ফজলুল হক চান, নেত্রকোনা-৪ বেগম রেবেকা মোমিন, নেত্রকোনা-৫ ওয়ারেসাত হোসেন বেলাল, কিশোরগঞ্জ-৪ রেজওয়ান আহমেদ তৌফিক, কিশোরগঞ্জ-৫ মো. আফজাল হোসেন, কিশোরগঞ্জ-৬ নাজমুল হাসান, মানিকগঞ্জ-৩ জাহিদ মালেক, ঢাকা-২ মো. কামরুল ইসলাম, ঢাকা-৩ নসরুল হামিদ, ঢাকা-১১ আসাদুজ্জামান খাঁন কামাল, ঢাকা-১২ শেখ ফজলে নূর তাপস, ঢাকা-১৪ মো. আসলামুল হক, ঢাকা-১৬ মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ্, ঢাকা-১৮ বেগম সাহারা খাতুন, গাজীপুর-১ আ, ক, ম মোজাম্মেল হক, গাজীপুর-৪ সিমিন হোসেন(রিমি), নরসিংদী-১ মোহাম্মদ নজরুল ইসলাম, নরসিংদী-৪ নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, নারায়ণগঞ্জ-১ গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ মোঃ নজরুল ইসলাম বাবু, রাজবাড়ী-১ কাজী কেরামত আলী, রাজবাড়ী-২ মোঃ জিল্লুল হাকিম, শরীয়তপুর-৩ নাহিম রাজ্জাক, সুনামগঞ্জ-১ মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৩ এম এ মান্নান, সিলেট-৩ মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, হবিগঞ্জ-২ মো. আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-৩ মোঃ আবু জাহির, ব্রাহ্মণবাড়িয়া-২ মোঃ জিয়াউল হক মৃধা, ব্রাহ্মণবাড়িয়া-৩ র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী, কুমিল্লা-১ মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, কুমিল্লা-৬ আ ক ম বাহাউদ্দিন, চাঁদপুর-৩ ডা. দীপু মনি, নোয়াখালী-৪ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, চট্টগ্রাম-৬ মোহাম্মদ হাছান মাহমুদ, চট্টগ্রাম-৭ মইন উদ্দীন খান বাদল, চট্টগ্রাম-৯ মো. আফছারুল আমীন, চট্টগ্রাম-১০ এম. আবদুল লতিফ, চট্টগ্রাম-১১ সামশুল হক চৌধুরী ও চট্টগ্রাম-১২ সাইফুজ্জামান চৌধুরী।