ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


নির্বাচন প্রত্যাখ্যান, পুনঃনির্বাচন দাবি ঐক্যফ্রন্টের


৩১ ডিসেম্বর ২০১৮ ০৭:৪২

আপডেট:
১৪ মে ২০২৫ ০০:২৪

এ প্রহসনের নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ফের নির্বাচন দেওয়ার দাবি করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।

এ প্রহসনের নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ফের নির্বাচন দেওয়ার দাবি করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।

রোববার (৩০ ডিসেম্বর) রাত ৮টার দিকে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন তার বেইলি রোডের বাসায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

ড. কামাল হোসেন বলেন, সারা দেশ থেকে ভোট ডাকাতির খবর এসেছে। এ পর্যন্ত বিভিন্ন দলের শতাধিক প্রার্থী নির্বাচন বর্জন করেছেন। এ অবস্থায় আমরা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি, অবিলম্বে এ প্রহসনের নির্বাচন বাতিল করা হোক। নির্বাচনের কথিত ফলাফল আমরা প্রত্যাখ্যান করছি। সেই সঙ্গে নির্দলীয় সরকারের অধীনে পুনঃনির্বাচন দাবি করছি।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আ স ম আবদুর রব, জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।