ঢাকা বৃহঃস্পতিবার, ২৫শে ডিসেম্বর ২০২৫, ১১ই পৌষ ১৪৩২


বেলকুচিতে হাতপাখা মার্কার প্রার্থীর সঙ্গে খেলাফত মজলিস নেতৃবৃন্দের মতবিনিময়


প্রকাশিত:
২৪ ডিসেম্বর ২০২৫ ২৩:০১

সিরাজগঞ্জ–৫ (বেলকুচি, চৌহালী ও এনায়েতপুর) আসনের হাতপাখা মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী হাজী শেখ মুহাম্মাদ নুরুন নাবী ভাইয়ের সঙ্গে বেলকুচি উপজেলা খেলাফত মজলিসের নেতৃবৃন্দের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন জাতীয় নির্বাচন, এলাকার সার্বিক উন্নয়ন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন। এ সময় মুফতী হাজী শেখ মুহাম্মাদ নুরুন নাবী বলেন, জনগণের আস্থা ও বিশ্বাসকে পুঁজি করে ইনসাফভিত্তিক সমাজ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় তিনি অঙ্গীকারবদ্ধ।

মতবিনিময় সভায় খেলাফত মজলিসের নেতৃবৃন্দ শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন এবং জনগণের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন আইএবি বেলকুচি উপজেলা সভাপতি মাওলানা রেজাউল করীম ,সহ সভাপতি এম এম আনোয়ারুল ইসলাম,যুব মজলিস নেতা মাওলানা আব্দুস সাত্তার সহ নেতৃবৃন্দ।