চকরিয়ায় বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র জমা
কক্সবাজার–১ (চকরিয়া–পেকুয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ বিকেল ৩টায় চকরিয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সালাহউদ্দিন আহমদ বলেন, “আমি চকরিয়া–পেকুয়া এলাকার মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে নির্বাচনে অংশ নিচ্ছি। জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি।”
মনোনয়নপত্র গ্রহণ করেন সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তা। এ সময় নির্বাচন সংশ্লিষ্ট দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করা হয়। উল্লেখ্য, কক্সবাজার–১ আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন। সালাহউদ্দিন আহমদ এই আসনে বিএনপির একজন শক্তিশালী ও পরিচিত মুখ হিসেবে দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় রয়েছেন। তাঁর মনোনয়নপত্র জমাকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
মনোনয়নপত্র জমা শেষে তিনি সংক্ষিপ্ত সময়ের জন্য উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা ব্যক্ত করেন।
