ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


সংসদে যাওয়ার আগ্রহ বিএনপির হারুনুর রশিদের


৪ জানুয়ারী ২০১৯ ০২:২৬

আপডেট:
১৪ মে ২০২৫ ০৫:৫৯

সংসদে যাওয়ার আগ্রহ বিএনপির হারুনুর রশিদের

ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত সংসদ সদস্যরা ‘অবশ্যই’ সংসদে যাবে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ।

বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে ঢোকার আগে তিনি একথা জানান।

হারুনুর রশিদ বলেন, নির্বাচিত সংসদ সদস্যরা অবশ্যই সংসদে যাবে এবং সংসদে তাদের ভূমিকা পালন করবে।

কবে নাগাদ শপথ নেবেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আজকের মিটিংয়ে সেই সিদ্ধান্ত হবে।

উল্লেখ্য, ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা সব প্রার্থীকে ঢাকায় ডেকেছে বিএনপি। এই মুহূর্তে গুলশান কার্যালয়ে চলছে বৈঠক। বৈঠক শেষে বিকেল ৩টায় নির্বাচন কমিশনে স্মারকলিপি দেবে তারা।