ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


সংরক্ষিত নারী আসনে আ. লীগের ফরম বিক্রি শুরু মঙ্গলবার


১৩ জানুয়ারী ২০১৯ ১১:২৭

আপডেট:
১৪ মে ২০২৫ ১১:০৬

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের কাছে মঙ্গলবার থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করা হবে।

শনিবার রাতে দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ জানুয়ারি সকাল ১০টা থেকে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন প্রত্যাশীরা ফরম সংগ্রহ করতে পারবেন।

“নির্বাচন কমিশনের শিডিউল ঘোষণা পর্যন্ত আগ্রহীরা মনোনয়ন সংগ্রহ করতে পারবেন।”

আইন অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়।

এবার নির্বাচনে আওয়ামী লীগ ২৫৭টি আসনে জয় পাওয়ায় ৫০টি সংরক্ষিত আসন থেকে তারা পাবে ৪৩টি। এছাড়া জাতীয় পার্টি ৪টি, বিএনপি ১টি, ওয়ার্কার্স পার্টি ১টি ও স্বতন্ত্র প্রার্থীরা জোটভুক্ত হয়ে ১টি সংরক্ষিত আসন পেতে পারে।