ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


আনোয়ার খানের সুস্থতা কামনায় রামগঞ্জে দোয়া


১৯ জানুয়ারী ২০১৯ ২২:৫৭

আপডেট:
১৪ মে ২০২৫ ১৫:১২

আনোয়ার খানের সুস্থতা কামনায় রামগঞ্জে দোয়া

লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য ও রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ড. আনোয়ার হোসেন খান গত দুইদিন থেকে অসুস্থ। তার সুস্থতা কামনায় উপজেলার বিভিন্ন এলাকায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজের পর রামগঞ্জ ডাকবাংলা মসজিদ, সাব-রেজিষ্ট্রি অফিস মসজিদ, ভাদুর বড়মিয়া জামে মসজিদ, আলীপুর জামে মসজিদসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে ড. আনোয়ার খানের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদ হোসেন ভূঁইয়ার নেতৃত্বে মসজিদ মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

জাহিদ হোসেন ভূঁইয়া বলেন, নন্দিত জননেতা ড. আনোয়ার হোসেন খান এমপি অসুস্থ। সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে তাড়াতাড়ি সুস্থ করে রামগঞ্জের সাধারণ মানুষের সেবা করার তৌফিক দান করেন।