ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


মেঘনায় চেয়ারম্যান পদে আলোচনায় আমান উল্লাহ্ আমান


২৮ জানুয়ারী ২০১৯ ০০:০৫

আপডেট:
২৮ জানুয়ারী ২০১৯ ০০:০৮

মেঘনায় চেয়ারম্যান পদে আলোচনায় আমান উল্লাহ্ আমান

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। ক্যালেন্ডার, ফেস্টুন ও পোস্টারের মাধ্যমে মেঘনা উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরাও বিভিন্নভাবে জানান দিচ্ছেন প্রার্থিতা। তাই নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝেও কৌতুহল সৃষ্টি হয়েছে।

উপজেলায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আলোচিত বাংলা‌দেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-ক‌মি‌টির সহ-সম্পাদক আমান উল্লাহ্ আমান। তরুণ আওয়ামী লীগ নেতাকে নিয়ে ভোটারদের মধ্যে চলছে আলোচনা। জানা গেছে, মেঘনা উপজেলা পরিষদ নির্বাচনে আ.লীগের মনোনয়ন চান একাধিক প্রার্থী। তাদের মধ্যে আমান উল্লাহ্ আমান আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। সে লক্ষ্যেই জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

ইতোমধ্যে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে ভোটারদের মাঝে শক্ত অবস্থান তৈরি করেছেন তরুণ এই নেতা। দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। বেকারত্ব দূরীকরণে নানামুখী কর্মসংস্থান সৃষ্টি করেছেন।
এদিকে আমান উল্লাহ্ আমান মনোনয়নকে সামনে রেখে তিনি নিয়মিত গণসংযোগ ও প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন বলে জানাগেছে। সকাল থেকে সন্ধা পর্যন্ত মেঘনা উপজেলার দ‌ড়িলু‌টেরচর, মামুদপুর, কান্দারগাও, ওমরাকান্দা, কদমতলা, ব‌িআরটিসির মোড়, মা‌নিকারচর বাজার, কাশিপুর বাজার, লক্ষন‌খোলা, মুগারচর, রাধানগর, পারারবন্দ ও চন্দনপুরসহ বিভিন্ন ইউনিয়ন ও গ্রামের সাধারণ মানুষের সাথে দেখা করেন এবং সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেন।

এ ব্যাপারে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আমান উল্লাহ্ আমান বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করেই আমি দীর্ঘদিন যাবৎ এলাকার মানুষের সেবা করে আসছি। তাদের সুখে-দুঃখে পাশে থেকেছি। আজীবন উপজেলার সব মানুষের সেবা করতে চাই।

তিনি আরো বলেন, আসন্ন মেঘনা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আমি। দল যদি আমাকে মনোনয়ন দেয় নৌকার জয় নিশ্চিত করতে সবাইকে সঙ্গে নিয়েই কাজ করব। সুযোগ পেলে এই উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব।