ঢাকা বৃহঃস্পতিবার, ১৫ই মে ২০২৫, ২রা জ্যৈষ্ঠ ১৪৩২


ছাত্রলীগের বিতর্কিতদের বাদ দেয়ার আন্দোলনেও বিতর্কিতরা


১৭ মে ২০১৯ ১০:০২

আপডেট:
১৭ মে ২০১৯ ১২:২৩

ছাত্রলীগের সদ্য ঘোষিত ৩০১ সদস্য বিশিষ্ট কমিটিত অনেকে বিতর্কিত রয়েছেন বলে দাবি করেছেন ছাত্রলীগের আন্দোলনরত পদ বঞ্চিত নেতারা। তাদেরকে চিহ্নিত করে বাদ দিয়ে নতুন করে কমিটি দেওয়ার আহবান জানিয়েছেন তারা। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তারা একথা বলেন। এ সংবাদ সম্মেলনে যারা ছিলেন তাদের অধিকাংশের নামেও নানান অভিযোগের সন্ধান পাওয়া গেছে।

বিতর্কিত বাদ দেয়ার আন্দোলনের যেসব নেতার নামে অভিযোগঃ

রুম্মান হোসেন- বঙ্গবন্ধু হলে একটি দোকানের মালিক তার কাছে ৩৩ হাজার টাকা পাবেন। যা তিনি বিছরের পর বছর ঘুরাচ্ছেন। শহিদ মিনারে শিক্ষকদের সাথে বেয়াদবি করেছেন। 

তিলোত্তমা শিকদার- তার আপন ভাই রাতুল শিকদার পদ পেয়েছেন, চাকুরী করেন। ৩৯ তম বিসিএসে সুপারিশ প্রাপ্ত, এই বিষয়ে তিলোত্তমা কিছু বলেননি।

তানভির হাসান সৈকত- কোটা আন্দোলনে সবার সামনের সারিতে ছিলেন। পুলিশের উপর হামলা করেছিলেন। শহিদ মিনারে শিক্ষকদের সাথে বেয়াদবি করেছিলেন।

সাইফুদ্দিন বাবু- মুহসিন হল ছাত্রলীগের সদস্য পদের পর ৪ বছর নিষ্ক্রিয় থেকে গত কমিটিতে প্রচার সম্পাদক হন। বিভিন্ন সময় নিষ্ক্রিয় থাকার অভিযোগ। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার অস্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নে। তার আপন চাচা সাজন উদ্দিন ভূইয়া ২০০১ সালে বিএনপি মনোনীত ইউপি চেয়ারম্যান।

শ্রাবনি শায়লা ও ফরিদা পারভিনের নামে হলের পার্লার থেকে ও হলের সামনের দোকান থেকে চাঁদা নেয়ার অভিযোগ রয়েছে। যা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে।