ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


মাদক বিরোধী ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় ছাত্রলীগনেতা রাজিদুল


প্রকাশিত:
২২ আগস্ট ২০১৯ ০৮:৩৭

মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিদুলের নেতৃত্বে জেলাজুড়ে মাদক বিরোধী প্রচারণা ও ডেংগু সচেতনতা কর্মসূচী পালিত হচ্ছে। তিনি নিয়মিত জেলাজুড়ে পোস্টারিং এবং নানান সেমিনারের আয়োজন করেছেন।

মাদকবিরোধী প্রচারণার কারণে রাজিদুল মানিকগঞ্জে ব্যাপক আলোচিত ছাত্রনেতা।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আইনের মেধাবী ছাত্র রাজিদুল বিভিন্ন স্কুল কলেজে নিয়মিত শিক্ষার্থীদের সাথে নিয়ে সভা সেমিনারের মাধ্যমে মাদকের বিরুদ্ধে জনসচেতনা গড়ে এলাকাবাসীর ভালোবাসা কুড়িয়েছেন।

বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তার এসব কর্মসূচীর ভূয়সী প্রশংসা করেছেন।

'যে মুখে মা ডাক, সে মুখে মাদক নয়' রাজিদুলের এই স্লোগান মানিকগঞ্জ জেলা জুড়ে জনপ্রিয়তা লাভ করেছে।

রাজিদুল ২০১১ সালে সাভার মডেল কলেজ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি এবং মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও বর্তমান যুগ্মসাধারণ সম্পাদক। এছাড়া বাংলাদেশ মাদকবিরোধী সংগঠনের যুগ্ম আহবায়ক এবং বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ জেলা বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক।

তিনি ১১ টি সামাজিক সংগঠন এ নেতৃত্ব দিয়েছেন।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার পরিবারে দুই জন শহীদ হয়েছেন।