ঢাকা মঙ্গলবার, ৮ই জুলাই ২০২৫, ২৫শে আষাঢ় ১৪৩২


থ্রেট মনে করলে থ্রেট আর না মনে করলে শুধুই নির্দেশনা

কর্মসূচিতে না আসলে দেখে নেয়ার হুমকি ঢাবি এফ রহমান হল শিক্ষার্থীদের


প্রকাশিত:
৩০ আগস্ট ২০১৯ ১০:০৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলে সাধারণ শিক্ষার্থীদের হুমকি দিয়েছে হল ছাত্রলীগের এক নেতা। দলীয় কর্মসূচিতে না আসার কারণে এ হুমকি দেয়া হয়। হল গ্রুপে দেয়ক এরকম একটি স্কিন শর্ট সোসাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, এফ রহমান হলের শিক্ষার্থীদের গ্রুপ 'চেতনায় প্রজ্জলিত দু...' নামে গ্রুপে সালাউদ্দিন আহমেদ সাজু নামে এক পদপ্রত্যাশী পোস্ট দিয়ে বলেন, 'আজকে সন্ধ্যা ৬টায় টিএসসি অডিটোরিয়ামে প্রোগ্রাম আছে। তোমাদের সাথে ভাল মন মানষিকতা নিয়ে কথা বলার ইচ্ছা বিন্দুমাত্র ইচ্ছা নাই। ................. থ্রেট মনে করলে থ্রেট আর না মনে করলে শুধুই নির্দেশনা। আজকের প্রোগ্রামে সর্বোচ্চ উপস্তিতি চাই। প্রতিদিন তোমাদের জন্য আমরা অপমানিত হয়। ভাইদের বোকা খায়। মনে রাখবা সাদ্দাম ভাইও এই হলে ছিল, তারাও ৪০০/৫০০ জন নিয়ে নিয়মিত প্রোগ্রাম করেছে। আজকের পর থেকে নিয়মিত হলে গেষ্টরুম হবে৷ সবাইকে হলে অবস্থান করতে হলে জবাবদিহিতার আওতায় আসতে হবে। আজকে ৫.৩০ এর পরে হলের ভিতরে কাউকে পায় তাহলে একটা রোফা-দফা হবে বলে রাখলাম। ৫.৩০ মানে ৫.৩০।'

খোঁজ নিয়ে জানা যায়, সালা উদ্দিন আহমেদ সাজু বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুসারী।  

এ নিয়ে আতঙ্কে দিনযাপন করছে সাধারণ শিক্ষার্থীরা।

এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।