ঢাকা বুধবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

দুর্নীতি উদ্‌ঘাটনে প্রযুক্তি প্রয়োগের আহ্বান : মহাপরিচালক জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর


১৫ আগস্ট ২০২৪ ১৩:৪৩

আপডেট:
১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:১৮

 

তরুণ বিজ্ঞানীদের ড্রোন ও রোবটিক্স প্রযুক্তি ব্যবহার করে অবৈধ অর্থ লুকিয়ে রাখা, ঘুষের অর্থ বহন করা, গ্যাস, বিদ্যুৎ ও সরকারি সম্পদ চুরি বা আত্মসাতের ঘটনা উদ্‌ঘাটন ও প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী।

বুধবার ১৪ আগস্ট ২০২৪ খ্রিঃ সংস্থার অডিটোরিয়ামে দেশের বিভিন্ন প্রান্তের বিজ্ঞান ক্লাবের তরুণ বিজ্ঞানীদের নিয়ে আয়োজিত বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় উপস্থিত তরুণ শিক্ষার্থী ও ক্ষুদে বিজ্ঞানীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, তোমরা একটি বিপ্লবী চেতনা দিয়ে রক্ত ঝরিয়ে দেশে একটি পট পরিবর্তন এনেছো। জাতি তোমাদের কাছে কৃতজ্ঞ। এখন রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি পুনরুদ্ধার ও সুশাসন প্রতিষ্ঠার জন্য তোমাদের জ্ঞান বিজ্ঞান চর্চায় মনোনিবেশ করতে হবে। বৈজ্ঞানিক উদ্ভাবন এবং সততার শক্তি দিয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে তরুণ প্রজন্ম এখন চালিকা শক্তি।

দুর্নীতি উদ্‌ঘাটনে প্রযুক্তি প্রয়োগের আহ্বান : মহাপরিচালক জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর

বিজ্ঞান জাদুঘর দেশের প্রত্যন্ত অঞ্চলে বিজ্ঞান ক্লাবগুলোকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে এবং ক্লাবগুলো যেন নিজ নিজ এলাকাভিত্তিক বিজ্ঞান মেলা ও বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে। মেধা দিয়ে নতুন নতুন উদ্ভাবন তৈরি করে প্রয়োজনে জেলার শ্রেষ্ঠ বৈজ্ঞানিক উদ্ভাবনগুলোকে সংরক্ষিত ও প্রদর্শিত করার লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে পৃথক ইনোভেশন কর্নার স্থাপন করা যেতে পারে। সর্বোপরি বিজ্ঞান চর্চার সাথে অবশ্যই নৈতিকতার চর্চা থাকতে হবে, তবেই তোমাদের জীবন সার্থক হবে, অর্জন টেকসই হবে।

পরে অলিম্পিয়াড প্রতিযোগিতায় সিনিয়র ও জুনিয়র গ্রুপে বিজয়ী ৬ জন প্রতিযোগীকে পুরস্কার প্রদান করা হয় এবং ১৪টি নতুন রেজিষ্ট্রেশনপ্রাপ্ত বিজ্ঞান ক্লাবকে সার্টিফিকেট প্রদান করা হয়।

উল্লেখ্য, বিজ্ঞান জাদুঘর কর্তৃক এযাবৎ ২৭৭টি বিজ্ঞান ক্লাবকে রেজিষ্ট্রেশন প্রদান করা হয়েছে।