ইন্টারনেটের দাম না কমালে মোবাইল অপারেটদের বিরুদ্ধে কঠোর হবে সরকার

ইন্টারনেটের দাম না কমালে মোবাইল অপারেটরদের বিরুদ্ধে কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন বিটিআরসি চেয়ারম্যান অব. মেজর জেনারেল এমদাদ উল বারী। এ সময় আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব জহিরুল ইসলাম।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘বিভিন্ন পক্ষের সঙ্গে আমাদের কথা হচ্ছে। অনেকেই পার্টিসিপেট করেছেন। যারা এখনো পার্টিসিপেট করেননি তাদের পার্টিসিপেট করানো উচিত। যদি তারা কো অপারেট না করে, তাদের সঙ্গে আমাদের যে দ্বিপাক্ষিক আলোচনাগুলো রয়েছে, তা আলোচনার টেবিলে আনা হবে। সেখানে আনসেটেল ডিউ (অমিমাংসিত বকেয়া পাওনা) আছে, সেই আলোচনাগুলো আলোচনার টেবিলে চলে আসবে। কঠোরভাবে কেপিআই পরিপালনের বিষয়টিও আলোচনার টেবিলে আসবে।’
তিনি বলেন, নতুন টেলিকম আইন দ্রুত সময়ে চূড়ান্ত হতে পারে। ব্রন্ডব্যান্ড ও এনটিটিএন’র দাম আগামী জুলাই থেকে কমতে পারে।
তিনি আরও বলেন, ১ জুলাই থেকে ইন্টারনেটের দাম কমানোর পথে বুক বিল্ডিং বাধা দূর করা হবে। আর দাম না কমালে সেবার মান, বকেয়া পাওনা ও প্রদত্ত সুবিধা নিয়ে দ্বিপাক্ষিক চুক্তি পুনর্বিবেচনা করা হবে। স্যাটেলাইট কোম্পানিতে নতুন ডিটিএইচ লাইসেন্স দেওয়ার চিন্তা রয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, আগামী ১৭ মে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। দিবসটির এ বছরের প্রতিপাদ্য ‘ডিজিটাল রূপান্তরে নারী-পুরুষ সমতায়ন’।