ঢাকা বৃহঃস্পতিবার, ২১শে আগস্ট ২০২৫, ৭ই ভাদ্র ১৪৩২


মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে নিহত ৩


প্রকাশিত:
২১ আগস্ট ২০২৫ ১৩:৪৯

ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জে মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে তিনজন নিহত এবং একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর ৬টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর যাত্রী ছাউনির কাছে এ দুর্ঘটনা ঘটে বলে হাসাড়া হাইওয়ে পুলিশ স্টেশনের ওসি আব্দুল কাদের জিলানী জানান। নিহতদের মধ্যে একজন নারী এবং দুইজন পুরুষ। তাদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ বলছে, ঢাকামুখী প্রাইভেট কারটি বেপরোয়া গতিতে চলছিল। এক পর্যায়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে উল্টে যায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক সফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার সময় বিকট শব্দ হয় এবং গাড়িটি উল্টে গিয়ে ছিটকে পড়ে। ওই গাড়িতে চারজনই ছিলেন। তাদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। বাকি দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে তারা দেখতে পান, প্রাইভেট কারের ভাঙা অংশ ছড়িয়ে ছিটিয়ে আছে। এর মধ্যেই দুজনের রক্তাক্ত মরদেহ পড়ে আছে। আহত একজনের গোঙানির শব্দও শোনা যাচ্ছিল।

দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। গাড়িটি সরিয়ে নেওয়ার পর, সকাল সোয়া ৭টার দিকে ঢাকামুখী লেইনে যান চলাচল স্বাভাবিক হয় বলে ওসি আব্দুল কাদের জিলানী জানান।